দিব্যা ভারতীর আকস্মিক মৃত্যুতে রাতারাতি ভাগ্য বদলে যায় এই পাঁচ বলিউড অভিনেত্রীর

Actresses whose fortunes changed: কথায় আছে না কারও পৌষ মাস, তো কারও সর্বনাশ — এই প্রবাদের মতই যেন দিব্যার মৃত্যুতেই ভাগ্য বদলেছে বহু বলি অভিনেত্রীদের। দিব্যার মৃত্যুতেই তাদের জীবনে যেন সাফল্য হিসেবে ধরা দিয়েছে। সালটা ১৯৯২ এর ৫ই এপ্রিল এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল গোটা বলিউড। মাত্র ১৯ বছর বয়সেই ফ্লাটের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় দিব্যার।

সামান্য ১৬ বছর বয়সেই কাজ করা শুরু করেন দিব্যা তার অভিনয়ের সময়সীমা মাত্র ৩ বছর, আর এরই মধ্যে সর্বোচ্চ ২১টি সিনেমায় অভিনয় করেছিলেন। কিন্তু তাঁর আকস্মিক মৃত্যুতে এককথায় মাথায় হাত পরে প্রযোজক এবং পরিচালকদের। শুরু হয় নায়িকা খোঁজার কাজ। এভাবেই সেই মুহূর্তেই কারিশমা কপূর, শ্রীদেবী, রবীনা ট্যান্ডন, জুহী চাওলা, কাজল প্রমুখের জীবনে যেন এই মৃত্যুই বরদান হয়ে আসে।

‘ধনবান’ সিনেমাতে অজয় দেবগনের বিপরীতে দিব্যার কাজ করার কথা ছিল। কিন্ত তার আকস্মিক মৃত্যুতে তার জায়গায় সুযোগ পান কারিশমা কপূর। যা করতে তিনি না করেননি। এর পরবর্তীতে আসে শ্রীদেবীর নাম। ‘লাডলা’ সিনেমাতে অনিল কপূরের বিপরীতেতে কাজ করছিলেন। কিন্তু তার মৃত্যু পর এই প্রস্তাব যায় শ্রীদেবীর কাছে। যার পর থেকে তাকে ঘুরে দাঁড়াতে হয়নি।

এভাবেই নাম আসে রবীনা ট্যান্ডনের। ‘মোহর’ এবং ‘দিলওয়ালে’ ছবিতে অভিনয় করেছিলেন দিব্যা। প্রায় এই দুটি সিনেমার ৭০ শতাংশ তৈরি হয়ে গেছিল। কিন্ত তার মৃত্যুতে তা স্তব্ধ হয়ে যায় এবং তার জায়গায় রবীনা ট্যান্ডন অভিনয় করেন এবং ছবি দুটি বক্স অফিসে সাড়া ফেলেছিল। জুহী চাওলাও এর মধ্যে ছিলেন। ‘কর্তব্য’ ছবিতে দিব্যার পরিবর্তে অভিনয় সম্পূর্ণ করেন জুহী চাওলা।

অজয় দেবগনের স্ত্রী কাজলও এই তালিকায় রয়েছেন। বর্তমান তাকে সিনেমাতে দেখা না গেলেও, তার জীবনেও দিব্যার মৃত্যুর প্রভাব পরিলক্ষিত। ‘হলচল’ ছবিতে অজয়ের বিপরীতে কাজ শুরু করে দিয়েছিলেন দিব্যা। তবে অভিনেত্রীর মৃত্যুর পর সেই সুযোগ আসে কাজলের কাছে।