ভারতে কোন রঙের গাড়ি চালানো নিষিদ্ধ? ধরা পড়লে জেল হয়

কোন রঙের গাড়ি চালানো নিষিদ্ধ ভারতে?

General Knowledge Quiz : আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চলেছেন তাহলে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি রপ্ত করা খুবই জরুরী। কারণ লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ উভয় ক্ষেত্রেই এই ধরনের প্রশ্ন গুলি করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ স্বাধীনতার পর ভারতের প্রথম কত সালে ফাঁসি দেওয়া হয়েছিল?
উত্তরঃ ১৯৪৯ সালে।

২) প্রশ্নঃ জানেন অক্সিজেনের রঙ কী?
উত্তরঃ তরল অক্সিজেনের রঙ হলো হালকা নীল।

৩) প্রশ্নঃ ভারতের পতাকায় অশোক চক্র কত সালে যুক্ত করা হয়?
উত্তরঃ ১৯৪৭ সালের ২২শে জুলাই।

৪) প্রশ্নঃ ভারতের সবচেয়ে কাঁচা রাস্তার রাজ্য কোনটি?
উত্তরঃ ওড়িশা।

৫) প্রশ্নঃ কোন বাঙালি কবির মৃত্যু ট্রাম দুর্ঘটনায় হয়েছিল?
উত্তরঃ কবি জীবনানন্দ দাশ।

৬) প্রশ্নঃ রক্ত দেখে ভয় পাওয়া রোগে কী বলা হয়?
উত্তরঃ হিমোফোবিয়া।

৭) প্রশ্নঃ কার জন্মদিনের শিক্ষক দিবস পালন করা হয়?
উত্তরঃ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন।

৮) প্রশ্নঃ Emoji কে বাংলায় কী বলা হয়?
উত্তরঃ চিত্রলিপি।

৯) প্রশ্নঃ বাঙালির আমের রাজা কোন আমকে বলা হয়?
উত্তরঃ হিমসাগর আমকে।

১০) প্রশ্নঃ কুকুর কোন দেশের জাতীয় পশু?
উত্তরঃ মেক্সিকোর জাতীয় পশু কুকুর।

১১) প্রশ্নঃ পৃথিবীর সবথেকে শীতলতম দেশের নাম কী?
উত্তরঃ রাশিয়া।

Image

১২) প্রশ্নঃ কোন দেশের টাকার মূল্য সবচাইতে বেশি?
উত্তরঃ কুয়েত দেশের কুয়েতি দিনার।

১৩) প্রশ্নঃ কোন ফল খেলে আমাদের শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বেরিয়ে যাবে?
উত্তরঃ লেবু জাতীয় ফল।

১৪) প্রশ্নঃ ব্লুটুথ এর নাম কোন রাজার নামে রাখা হয়?
উত্তরঃ ১০ম শতাব্দীর ডেনমার্কের এক ভাইকিং রাজা হারাল্ড ব্লুটুথ এর নামানুসারে ব্লুটুথ এর নামকরণ করা হয়েছে।

Image

১৫) প্রশ্নঃ ভারতে কোন রঙের গাড়ি চালানো নিষিদ্ধ?
উত্তরঃ জলপাই সবুজ রঙটি শুধুমাত্র ভারতীয় সশস্ত্র বাহিনীদের গাড়িতে ব্যবহৃত হয়, তাই এই রঙের গাড়ি সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ।