হোয়াটসঅ্যাপে ভুলেও এই পাঁচটি কাজ করবেন না, সাবধান হোন, জেলও হতে পারে

Whatsapp: ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা নিতান্তই কম নয়, কোটি কোটি মানুষের কথোপকথনের একটি সেরা মেসেঞ্জার অ্যাপ (messenger apps) হয়ে উঠেছে। হোয়াটসঅ্যাপ আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। অফিস, আদালত, পড়াশোনা (study) কিংবা ব্যবসার ক্ষেত্রে এই অ্যাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে আপনি কি জানেন আপনার একটি ভুলের কারণে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেমন ব্যান (banned) হতে পারে, তেমনি জেলও (Jail) হতে পারে। প্রতিমাসে অনেক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হয়। ব্যবহারকারীরা অজান্তেই এমন কিছু ভুল করে থাকেন যে কারণে তাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। এবার জেনে নেয়া যাক কি কি কারণে অ্যাকাউন্ট ব্যান হতে পারে। 

Image

১) হোয়াটসঅ্যাপ কপিরাইট নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম অনুসরণ করে। যদি কেউ হোয়াটসঅ্যাপে কোন ফিল্ম বা এ জাতীয় সামগ্রী শেয়ার করে এবং যার কপিরাইট রয়েছে, তার অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে এবং অভিযোগে জেলও হতে পারে।

২) হোয়াটসঅ্যাপে অনেকেই স্প্যাম বার্তা পাঠায়। সেখানে যদি রিপোর্ট করা হয় তাহলে সেই অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে। যদি কাউকে পর্নোগ্রাফি পাঠান, সেই অ্যাকাউন্টটি অবিলম্বে ব্লক করা হবে এবং কোন ব্যবহারকারী শিশু পর্নোগ্রাফি ফরওয়ার্ড করেন বা পাঠান, তবে তার জেলও হতে পারে।

Image

৩) হোয়াটসঅ্যাপের জন্য কোন থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করবেন না। সংস্থাটি জানিয়েছে, এখানে থার্ড পার্টি অ্যাপ নিষিদ্ধ। Whatsapp প্রতিমাসে স্ক্যান করে। থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা কোনও ব্যবহারকারী ধরা পড়লে তার একাউন্ট নিষিদ্ধ হতে পারে।

৪) হোয়াটসঅ্যাপে ভুলেও উস্কানিমূলক বার্তা কিংবা দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন না। নিরাপত্তা সংস্থার অভিযোগে ওই অ্যাকাউন্টটি নিষিদ্ধ হতে পারে।

Image

৫) যারা হোয়াটসঅ্যাপে নিয়মিত হ্যাক করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করে থাকে বা করার চেষ্টা করে, তাহলে আপনি সাইবার সেলে অভিযোগ জানাতে পারেন। এরপর ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।