পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং ‘বুর্জ খলিফা’-র একটি ফ্ল্যাটের দাম শুনলে চমকে যাবেন না তো!

Burj Khalifa: এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে উচ্চতম বহুতল বুর্জ খলিফা, যাকে নিয়ে পর্যটকদের উৎসাহের শেষ নেই। এই বহুতলটির উচ্চতা ৮২৮ মিটার। রিপোর্ট অনুযায়ী এখানকার মোট বাসস্থানের সংখ্যা ৯০০টি এবং তাতে ৩৫ হাজারের বেশি মানুষ বসবাস করেন। জানিয়ে রাখি, এই বহুতলটি নামকরণ করা হয়েছে সংযুক্ত আরব আমিশাহীর (United Arab Emirates) প্রাক্তন প্রেসিডেন্সি খলিফা বিন জায়েদ আল নাইআানের (Khalifa bin Zayed Al Naiyan) নামে।

২০০৪ সালের জানুয়ারি মাসে বুর্জ খলিফার (Burj Khalifa) কাজ তৈরি শুরু হয় এবং এটি তৈরি হতে সময় লেগেছিল প্রায় পাঁচ বছর। এরপর ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে এই বহুতলের উদ্বোধন করা হয়। ১৬৩ তলার বুর্জ খলিফার মত পৃথিবীর আর কোনও বিল্ডিংয়ে এতগুলি তল নেই। কিন্তু এই বহুতলের ভিতরে কী কী রয়েছে জানতে অনেকেই আগ্রহ দেখান। আর যারা এর অন্দরমহলে গিয়েছেন তারা সকলেই বিস্মিত হয়েছেন।

Image

বুর্জ খলিফার মধ্যে মোট চারটি সুইমিংপুল রয়েছে। একটি বিশাল লাইব্রেরী রয়েছে যারা বই পড়তে ভালোবাসেন, তাদের সময় এখানেই কেটে যায়। এই বহুতলটির মধ্যে কাঁচ দিয়ে ঘেরা কিছু ঘর রয়েছে, যেগুলি বড়সড় অনুষ্ঠানের জন্য আয়োজন করা হয়। এর ভিতর একটি রেস্তোরাঁ রয়েছে, যাকে পৃথিবীর উচ্চতম রেস্তোরাঁ বলে আখ্যায়িত করা হয়েছে। 

Image

জানা গেছে, বুর্জ খলিফার ১৪৮ তলায় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখান থেকেই দুবাই (Dubai) শহরটিকে ছবির মত দেখা যায়। এমনকি ১৫০ কিলোমিটার দূরে ইরানের সমুদ্র উপকূলও দেখতে পান পর্যটকরা। বাইরে থেকে আসা মানুষও বুর্জ খলিফার হোটেলে থাকতে পারেন। এখানে নিজস্ব স্পা, সুইমিংপুল, লাইব্রেরী এবং জিম রয়েছে। এখানকার বাসিন্দাদের কিছু কিনতে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না, কারণ এর মধ্যেই রয়েছে নিজস্ব দোকান, বাজার ও শপিংমল। 

Image

পৃথিবীর উচ্চতম বহুতলে থাকার খরচও নেহাত কম নয়। এখানে চার থেকে পাঁচটি বেডরুমের কোন এপার্টমেন্টের মূল্য ২ কোটি ৭ লক্ষ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকারও বেশি। এখানকার একটি স্টুডিও অ্যাপার্টমেন্টের দাম ২০ লক্ষ আরবীয় মুদ্রা (ভারতীয় মুদ্রার প্রায় ৪ কোটি ৩০ লক্ষ টাকা)। এখানকার বাসিন্দাদের রক্ষণাবেক্ষণ বাবদ বাড়তি টাকাও দিতে হয়। কখনো কখনো সেই খরচ বছরে ১ কোটি টাকারও বেশি হয়।