কুইজ : জানেন মেয়েদের শার্টে কোন পকেট থাকে না কেন?

যে কারণে মেয়েদের সাথে কোন পকেট থাকে না?

General Knowledge Quiz : লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যেকোন ক্ষেত্রেই আপনাকে সাধারণ জ্ঞানের প্রশ্নের মুখোমুখি হতেই হবে। এর মাধ্যমে আপনার নলেজ কতটা ভালো তা যাচাই করে নেওয়ার একটি সেরা উপায়। এমনকি সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি মানুষের পড়তে ভালোবাসে এবং দেশ-বিদেশ সম্পর্কিত তথ্যগুলো জানা যায়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল।

১) প্রশ্নঃ ভারতের ‘রুটির ঝুড়ি’ কাকে বলা হয়?
উত্তরঃ পাঞ্জাব ও হরিয়ানাতে ভারতের ‘রুটির ঝুড়ি’ বলা হয়, কারণ এই রাজ্যে সর্বাধিক গমের পরিমাণে চাষ হয়।

২) প্রশ্নঃ জানেন প্রকৃতির আঁচল কাকে বলে?
উত্তরঃ অরণ্যকে বলা হয় প্রকৃতির আঁচল।

৩) প্রশ্নঃ কবে ভারতে ২০০ টাকার নোট চালু হয়েছিল?
উত্তরঃ ২০১৭ সাল থেকে ভারতে ২০০ টাকার নোট চালু হয়।

৪) প্রশ্নঃ জন্ডিস রোগ হলে আমাদের শরীরের কোন অঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়?
উত্তরঃ জন্ডিস রোগ হলে যকৃত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

৫) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে প্রথম জিএসটি (GST) চালু করা হয়েছিল?
উত্তরঃ আসাম রাজ্যে প্রথম জিএসটি চালু হয়।

৬) প্রশ্নঃ ভারতের সবচেয়ে পুরাতন হাইকোর্ট কোনটি?
উত্তরঃ কলকাতা হাইকোর্ট ভারতের পুরাতন হাইকোর্ট।

৭) প্রশ্নঃ জানেন পৃথিবীর সবচেয়ে বড় মাছের নাম কী?
উত্তরঃ নীলতিমি (Blue whale) শুধু বড় মাছই নয়, বিশ্বের বৃহত্তম প্রাণীও।

৮) প্রশ্নঃ উদ্ভিদের ফুল ফোটাতে কোন হরমোনের সাহায্য নেওয়া হয়?
উত্তরঃ উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্যকারী হরমোনের নাম হলো ফ্লোরিজেন (Florigen)।

৯) প্রশ্নঃ ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কী জানেন?
উত্তরঃ পরম ৮০০০ (Param 8000) হলো ভারতের প্রথম সুপার কম্পিউটার।

১০) প্রশ্নঃ জানেন মেয়েদের শার্টে কোন পকেট থাকে না কেন?
উত্তরঃ মেয়েদের শার্টে কোন পকেট থাকে না এর কারণ হিসেবে ধরা হয় মেয়েদের শারীরিক গঠনকে নষ্ট করবে। যদি মেয়েদের বুক পকেটে কিছু রাখা হয় তখন শরীরে সৌন্দর্য কমে যাবে। সম্ভবত এই কারণেই মেয়েদের শার্টে কোন পকেট থাকে না।