GK প্রশ্ন : জানেন ভারত আক্রমণকারী প্রথম মুসলিম কে ছিলেন?

ভারতে প্রথম কোন মুসলিম আক্রমণ করেছিলেন?

General Knowledge Quiz : ভারতবর্ষে যুগে যুগে বহিঃশত্রুরা ক্রমাগত আক্রমণ করেছে। এদেশ থেকে ধন-সম্পদ লুট করে নিয়ে গেছে আবার কিছু জাতি এদেশকে দাসত্বে পরিণত করেছে। তবে আপনি কি জানেন ভারত আক্রমণকারী প্রথম মুসলিম কে ছিলেন? এই প্রশ্নের উত্তর জানা না থাকলে, এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর এই প্রতিবেদনের মাধ্যমে জানানো হলো।

১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি উট পাওয়া যায়?
উত্তরঃ ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় রাজস্থানে সবচেয়ে বেশি উট পাওয়া যায়।

Image

২) প্রশ্নঃ হলুদ আর নীল রঙকে মেশালে কোন রং তৈরি হয়?
উত্তরঃ হলুদ আর নীল রঙকে মেশালে সবুজ রং হয়।

৩) প্রশ্নঃ ৮ বছর বয়সী কন্যাকে কি বলা হয়?
উত্তরঃ ৮ বছর বয়সী কন্যাকে বলা হয় গৌরী।

৪) প্রশ্নঃ হকি খেলার জন্ম কোন দেশে হয়েছিল?
উত্তরঃ ক্রিকেটের মত হকি খেলারও জন্ম হয়েছিল ইংল্যান্ডে, যা ভারতের জাতীয় খেলা।

৫) প্রশ্নঃ একই জমিতে ধান ও মাছ চাষ করাকে কী বলা হয়?
উত্তরঃ একই জমিতে ধান ও মাছ চাষ করাকে রাইস ফিস কালচার (Rice Fish Culture) বলা হয়।

Image

৬) প্রশ্নঃ চিড়িয়াখানার প্রধানকে কী বলা হয়?
উত্তরঃ চিড়িয়াখানার প্রধানকে বলা হয় কিউরেটর (Curator)।

৭) প্রশ্নঃ জানেন বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?
উত্তরঃ বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন (Laxman Sen)।

৮) প্রশ্নঃ দরজার ঘণ্টা বা ডোরবেল কত সালে আবিষ্কৃত হয়েছিল?
উত্তরঃ ১৮৩১ সালে ডোরবেল আবিষ্কৃত হয়েছিল।

৯) প্রশ্নঃ আমাদের শরীরের সবচেয়ে ছোট হাড়টির নাম কী?
উত্তরঃ আমাদের শরীরের ছোট্ট হাড়টির নাম স্টেপিস (Stapes), যা কর্ণে অবস্থিত।

Image

১০) প্রশ্নঃ জানেন ভারত আক্রমণকারী প্রথম মুসলিম কে ছিলেন?
উত্তরঃ ভারত আক্রমণকারী প্রথম মুসলিম ছিলেন মোহাম্মদ বিন কাসিম (Muhammad ibn al-Qasim)। ৭১২ খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম ভারত আক্রমণ করেন এবং সিন্ধু প্রদেশ জয় করেন।