জানেন বলিউডের সর্বোচ্চ করদাতা অভিনেতা কে? আয়কর বিভাগও তাকে স্যালুট জানায়!

বলিউডের সর্বোচ্চ করদাতা অভিনেতাকে আয়কর বিভাগ বিশেষ সম্মানে ভূষিত করেছে

আসন্ন ৩১ জুলাই দেশে আয়কর জমা দেওয়ার শেষ তারিখ। সাধারণ জনগণের মতো বলিউডের বড়ো বড়ো তারকারাও আইটিআর রিটার্ন ফাইল (Income Tax Return File) করবেন। তবে আপনি কী জানেন বলিউডে কোন সেলেব সবথেকে বেশি কর দেন। এমনই ৮ তারকাদের দিয়ে সাজানো হয়েছে আজকের এই প্রতিবেদন।

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan): সর্বোচ্চ করদাতা অভিনেতাদের মধ্যে অমিতাভ বচ্চনও অন্যতম। রিপোর্ট অনুযায়ী, বলিউডের শাহেনশাহ ২০১৮-১৯ অর্থবর্ষে ৭০ কোটি টাকা কর দিয়েছেন। অমিতাভ বচ্চনের মোট সম্পত্তির পরিমাণ ৩৩৯৬ কোটি টাকা।

হৃতিক রোশন (Hrithik Roshan): বলিউডে সর্বোচ্চ কর দাতাদের দৌড়ে পিছিয়ে নেই হৃতিক রোশন। একবার আগাম কর হিসাবে ৮০ কোটি টাকা দিয়েছিলেন তিনি। এক রিপোর্ট অনুযায়ী, অভিনেতা প্রতি বছর ট্যাক্স হিসাবে প্রায় ২৫.৫ কোটি টাকা আয়কর জমা দেন।

শাহরুখ খান ও সলমান খান (Shah Rukh Khan and Salman Khan): বলিউডের ‘কিং খান’-এর প্রায় ৬০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। ২০২২ সালে তিনি আয়কর হিসাবে প্রায় ২২ কোটি টাকা। এই তালিকায় নাম রয়েছে বলিউডের ‘ভাইজান’ সলমান খানের। শীর্ষস্থানীয় করদাতাদের মধ্যে নাম রয়েছেন তারও। কিছুদিন আগে তিনি প্রায় ৮৮ কোটি টাকা কর দিয়েছেন।

কপিল শর্মা ও দীপিকা পাড়ুকোন (Kapil Sharma and Deepika Padukone): কমেডি কিং’ কপিল শর্মারও নাম রয়েছে বলিউডের সর্বোচ্চ করদাতাদের দৌড়ে। প্রতি বছর প্রায় ২৩.৯ কোটি টাকা ট্যাক্স দেন কপিল। বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পীদের মধ্যে দীপিকা অন্যতম। ২০১৬-১৭ সালে তিনি মোট ১০ কোটি টাকা কর দিয়েছেন।

অক্ষয় কুমার (Akshay Kumar): বলিউডে সর্বোচ্চ ট্যাক্স দেন অক্ষয় কুমার। ২০২২ সালের আয়কর বিভাগের তথ্য অনুযায়ী গত অর্থবর্ষে মোট ২৯.৫ কোটি টাকা আয়কর জমা দিয়েছেন তিনি। তার মোট সম্পদ ২০০০ কোটি টাকা। সর্বোচ্চ কর দেওয়ার জন্য অক্ষয় কুমারকে আয়কর বিভাগ ‘সম্মানপত্র’ও দিয়েছে। এক সময় এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।