GK প্রশ্ন : জানেন সুভাষচন্দ্র বসুকে কে ‘নেতাজি’ বলে ভূষিত করেছিলেন?

কারা নেতাজি বলে সুভাষচন্দ্র বসুকে ভূষিত করেছিলেন?

Netaji Subhash Chandra Bose : আজ ২৩শে জানুয়ারি, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তার জ্ঞান, বুদ্ধি ও দূরদর্শিতা তাকে মহান করে তুলেছে। তিনি প্রতিটি মানুষের হৃদয়ে রাজ করেন। তবে আপনি কি জানেন সুভাষচন্দ্র বসুকে কে নেতাজি বলে ভূষিত করেছিলেন? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর জেনে নিন।

১) প্রশ্নঃ সুভাষচন্দ্র বসু কবে কোন অবস্থায় কলকাতার মেয়রের পথ গ্রহণ করেছিলেন?
উত্তরঃ সুভাষচন্দ্র বসু কারাগারে থাকা অবস্থায় ১৯৩০ সালে কলকাতার মেয়রের পদ গ্রহণ করেছিলেন।

২) প্রশ্নঃ জার্মানিতে আজাদ হিন্দ রেডিও স্টেশন কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তরঃ সুভাষচন্দ্র বসু জার্মানিতে আজাদ হিন্দ রেডিও স্টেশন প্রতিষ্ঠা করেছিলেন। যেখান থেকে তিনি ‘জয় হিন্দ’, ‘দিল্লি চলো’, ‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’ এই বাক্যাংশগুলো তৈরি করেছিলেন।

৩) প্রশ্নঃ সুভাষচন্দ্র বসু ভারতের প্রথম কোথায় স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যথাক্রমে শহীদ ও স্বরাজ নামে নামকরণ করে স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেন।

৪) প্রশ্নঃ সুভাষচন্দ্র বসু কলকাতার কোন স্কুল থেকে পড়াশোনা করেন?
উত্তরঃ সুভাষচন্দ্র বসু কলকাতার প্রেসিডেন্সি স্কুল এবং স্কটিশ চার্চ স্কুল থেকে পড়াশোনা করেন।

৫) প্রশ্নঃ নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে দেশ ত্যাগ করেন?
উত্তরঃ ১৯৪৩ সালে জার্মানি ভারতের স্বাধীনতা অর্জনে সাহায্য করতে পারবে না বুঝতে পেরে, সুভাষচন্দ্র বসু জাপান চলে যান।

৬) প্রশ্নঃ সিভিল সার্ভিস পরীক্ষায় সুভাষচন্দ্র বসু কততম স্থান অর্জন করেন?
উত্তরঃ ১৯১৯ সালে ভারতীয় মর্যাদাপূর্ণ সিভিল সার্ভিস পরীক্ষায় সুভাষচন্দ্র বসু চতুর্থ স্থান অর্জন করেন, কিন্তু পরে ব্রিটিশ সরকারের অধীনে এই চাকরি থেকে ইস্তফা দেন।

৭) প্রশ্নঃ ১৯২১ সাল থেকে ১৯৪১ সালের মধ্যে সুভাষচন্দ্র বসু মোট কতবার কারাগারে বন্দী হয়েছিলেন?
উত্তরঃ সুভাষচন্দ্র বসু মোট ১১ বার কারাগারে বন্দী হয়েছিলেন।

৮) প্রশ্নঃ সুভাষচন্দ্র বসু কত সালে জাতীয় কংগ্রেস ত্যাগ করেন?
উত্তরঃ ১৯৩৯ সালে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস ত্যাগ করেন।

Image

৯) প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জনগণমন অধিনায়ক’ গানটি জাতীয় সঙ্গীত হিসেবে কে বেছে নিয়েছিলেন?
উত্তরঃ নেতাজি সুভাষচন্দ্র বসুই রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জনগণমন অধিনায়ক’ গানটি জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নিয়েছিলেন।

১০) প্রশ্নঃ সুভাষচন্দ্র বসুকে কে ‘নেতাজি’ বলে ভূষিত করেন?
উত্তরঃ বার্লিনে ভারতের বিশেষ ব্যুরোতে জার্মান ও ভারতীয় কর্মকর্তারা সুভাষচন্দ্র বসুকে ‘নেতাজি’ উপাধি দিয়ে ভূষিত করেন।