GK : জানেন কোন অঞ্চলকে ভারতের ‘ভাতের থালা’ বলা হয়?

ভাতের থালা নামে পরিচিত ভারতের কোন অঞ্চলটি?

General Knowledge Quiz : লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যেকোনো ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তাই আপনিও যদি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো, যা আপনার সহায়ক হতে পারে।

১) প্রশ্নঃ হ্যারিকেন নামক ভয়াবহ ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় কোন সাগরে?
উত্তরঃ ক্যারিবিয়ান সাগরে (Caribbean Sea) হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়।

২) প্রশ্নঃ জানেন দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ?
উত্তরঃ ত্বক আমাদের দেহের তাপমাত্রা করে।

৩) প্রশ্নঃ অমরকন্টক পাহাড় কোন নদীর উৎপত্তিস্থল?
উত্তরঃ নর্মদা নদীর (Narmada River) উৎপত্তিস্থল হল অমরকন্টক পাহাড়।

৪) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে ভোর চারটেই সূর্যাস্ত হয়?
উত্তরঃ ভারতের অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) রাজ্যে ভোর চারটেই সূর্যাস্ত হয়।

৫) প্রশ্নঃ বিখ্যাত পর্যটনস্থল নৈনিতাল কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ উত্তরাখণ্ডে (Uttarakhand) নৈনিতাল অবস্থিত।

৬) প্রশ্নঃ সিধু ও কানু দুই নেতা কোন বিদ্রোহের সাথে জড়িত ছিলেন?
উত্তরঃ সাঁওতাল বিদ্রোহের (Santhal rebellion) সাথে জড়িত ছিলেন সিধু ও কানু নামের দুই নেতা।

Image

৭) প্রশ্নঃ জানেন তিস্তা নদীর পশ্চিমাংশ কি নামে পরিচিত?
উত্তরঃ তিস্তা নদীর পশ্চিমাংশ তরাই নামে পরিচিত।

৮) প্রশ্নঃ ভারতের কোন বন্দর থেকে সবচেয়ে বেশি চা বিদেশে রপ্তানি করা হয়?
উত্তরঃ কলকাতা বন্দর থেকে সবচেয়ে বেশি চা বিদেশে রপ্তানি করা হয়।

৯) প্রশ্নঃ জানেন কোন অঞ্চলকে ভারতের ‘ভাতের থালা’ (Rice OF Bowl) বলা হয়?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ রাজ্যের কৃষ্ণা ও গোদাবরী অঞ্চলকে (The Krishna and Godavari region) ভারতের ‘ভাতের থালা’ বলা হয়।

Image

১০) প্রশ্নঃ ম্যাকমোহন লাইন (McMahon Line) ভারত থেকে কোন দেশকে আলাদা করেছে?
উত্তরঃ ভারত থেকে চীনকে আলাদা করেছে ম্যাকমোহন লাইন।