জানেন ভারতের ধনীতম রাজ্য কোনটি? আর পশ্চিমবঙ্গের স্থান কত?

কোনটি ভারতের ধনীতম রাজ্য জানেন?

Richest State: আমাদের দেশ ভারতবর্ষের প্রতিটি বিষয়েই বৈচিত্র দেখা যায়। এমনকি রাজ্যগুলির ক্ষেত্রেও একই চিত্র ধরা পড়ে, যেখানে কিছু রাজ্য খুবই গরীব আবার কিছু রাজ্য ধনী। ২০২১-২০২২ সালের জিডিপি গণনা অনুসারে এই দেশের কয়েকটি ধনীতম রাজ্যের কথা বলা হয়েছে, এক নজরে দেখে নেওয়া যাক।

মহারাষ্ট্র (Maharashtra): ভারতের সবচেয়ে ধনী রাজ্যটি হল মহারাষ্ট্র, যার জিএসডিপি ৪০০ মার্কিন বিলিয়ন ডলার। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই দেশের মূলধনের রাজধানী হিসেবেও পরিচিত এবং এটি দেশের তৃতীয় সর্বাধিক শহরে জনবহুল রাজ্য।

তামিলনাড়ু (Tamil Nadu): ভারতের দ্বিতীয় ধনীতম রাজ্যটি হল তামিলনাড়ু, যার জিএসডিপি ২৬৫ মার্কিন বিলিয়ন ডলার। এই রাজ্যের ৫০ শতাংশ বেশি মানুষ শহরে বাস করে।

গুজরাট (Gujarat): দেশের তৃতীয় ধনী রাজ্যের তালিকায় রয়েছে গুজরাট, যার জিএসডিপি ২৫৯ মার্কিন বিলিয়ন ডলার। এখানকার অর্থনীতি তামাক, সুতি-কাপড় এবং বাদামের উপর নির্ভরশীল। ভারতে তৈরি মোট ওষুধের এক-তৃতীয়াংশ গুজরাটে তৈরি হয়।

কর্ণাটক (Karnataka): ভারতের চতুর্থ ধনীতম রাজ্যটি হলো কর্ণাটক, যার জিএসডিপি ২৪৭ মার্কিন বিলিয়ন ডলার।

উত্তর প্রদেশ (Uttar Pradesh): ২৩৪ মার্কিন বিলিয়ন ডলার জিএসডিপি নিয়ে উত্তর প্রদেশ দেশের পঞ্চম ধনী রাজ্য। নয়ডা, গাজিয়াবাদের মতো উত্তরপ্রদেশের অনেক শহর দ্রুত বিকশিত হচ্ছে। এছাড়া অনেক বিদেশি কোম্পানিও এই রাজ্যে শাখা খুলেছে।

পশ্চিমবঙ্গ (West Bengal): ভারতের ষষ্ঠ ধনীতম রাজ্য পশ্চিমবঙ্গ, যার জিএসডিপি ২০৬ মার্কিন বিলিয়ন ডলার। এ রাজ্যের অর্থনৈতিক প্রধানত কৃষি ও মাঝারি শিল্পের উপর নির্ভরশীল।

রাজস্থান (Rajasthan): দেশের সপ্তম ধনীতম রাজ্যের তালিকায় রয়েছে রাজস্থান, যার জিএসডিপি ১৬১ মার্কিন বিলিয়ন ডলার। এটি একটি খনিজ সমৃদ্ধ রাষ্ট্র। এখানকার অর্থনীতি কৃষি, খনি ও পর্যটনের উপর নির্ভরশীল। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট উৎপাদনকারী রাজ্যও।