GK : ভারতের কোন ফলকে ‘সবুজ সোনা’ বলা হয় জানেন?

‘দক্ষিণ ভারতের সোনা’ বলা হয় কোন ফলকে

General Knowledge Quiz : সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি তা আর বলার অপেক্ষা রাখে না। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা ইন্টারভিউতে এই ধরনের প্রশ্নগুলি বেশি করা হয়। তাই মেধাবী ছাত্র-ছাত্রীরা নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো, যা তাদের সহায়ক হতে পারে।

১) প্রশ্নঃ ১৯০১ সালে বোলপুরের কাছে শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তরঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা।

২) প্রশ্নঃ ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি?
উত্তরঃ নয়টি। ভারতের উত্তরে চীন, নেপাল ও ভুটান; পশ্চিমে পাকিস্তান; উত্তর-পশ্চিমে আফগানিস্তান, পূর্বে বাংলাদেশ ও মায়ানমার এবং দক্ষিনে শ্রীলঙ্কা ও মালদ্বীপ।

৩) প্রশ্নঃ এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ উইলিয়াম জোন্স।

৪) প্রশ্নঃ ICDS কথাটির পুরো নাম কী?
উত্তরঃ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (ICDS)।

৫) প্রশ্নঃ ‘ভারতের গ্লাসগো’ বলা হয় কোন শহরকে?
উত্তরঃ হাওড়াকে ‘ভারতের গ্লাসগো’ বলা হয়। হাওড়া কলকাতার পরে দ্বিতীয় বৃহত্তম শহর এবং দ্বিতীয় ক্ষুদ্রতম জেলা।

৬) প্রশ্নঃ হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল?
উত্তরঃ হলদিঘাটির যুদ্ধ ১৫৭৬ সালে মেওয়ারের মহারানা প্রতাপ ও মুঘল শাসক আকবরের মধ্যে সংঘটিত হয়েছিল।

৭) প্রশ্নঃ পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ পূর্ব রেলের সদর দফতর পশ্চিমবঙ্গের কলকাতার ফেয়ারলি প্লেসে অবস্থিত।

৮) প্রশ্নঃ কোনটি ভারতের দীর্ঘতম খাল সেচ?
উত্তরঃ ইন্দিরা গান্ধী খাল।

৯) প্রশ্নঃ কোন সম্রাট প্রথম বুদ্ধ মূর্তি মুদ্রায় ব্যবহার করেছিলেন?
উত্তরঃ সম্রাট কনিষ্ক।

Image

১০) প্রশ্নঃ ভারতের কোন ফলকে ‘সবুজ সোনা’ বলা হয় জানেন?
উত্তরঃ নারকেলকে ভারতের ‘সবুজ সোনা’ বলা হয়। আসলে এই ফসলের মূল্য বোঝাতে ‘সবুজ সোনা’ শব্দটি ব্যবহার করা হয়। সোনা যেমন একটি মূল্যবান পণ্য, তেমনি এই ফসলগুলিও। এগুলিকে ‘সবুজ’ বলা হয় কারণ এগুলি দক্ষিণ ভারতে প্রচুর পরিমাণে জন্মায়।