আজ যেখানে হিমালয় পর্বত অবস্থিত সেখানে অতীতে কোন সাগর ছিল জানেন?

হিমালয় পর্বতের আগে কোন সাগর ছিল জানেন?

General Knowledge Quiz : হিমালয় পর্বত আজ যেখানে অবস্থিত রয়েছে সেখানে অতীতে একটি সাগর ছিল। এরপর ধীরে ধীরে দুটি প্লেট একে অপরের দিকে অগ্রসর হতে থাকে এবং মাঝের অংশ উপর থেকে উঠে পর্বতের রূপ নেয়। তবে আপনি কি জানেন সেই সাগরের নাম? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল।

১) প্রশ্নঃ বৃদ্ধাশ্রম কে ইংরেজিতে কী বলা হয়?
উত্তরঃ বৃদ্ধাশ্রম‌কে ইং‌রে‌জি‌তে ওল্ড পিপলস হোম বা ওল্ড এজ হোম (Old People’s Home or Old Age Home) বলা হয়।

২) প্রশ্নঃ CID এর ফুলফর্ম কী?
উত্তরঃ CID এর ফুলফর্ম হল ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (Crime Investigation Department)।

৩) প্রশ্নঃ বাংলার কত সালে ভারত স্বাধীন হয়েছিল?
উত্তরঃ বাংলার ১৩৫৪ সালে ভারত স্বাধীন হয়েছিল।

৪) প্রশ্নঃ পৃথিবীতে মোট কয়টি স্বাধীন দেশ আছে?
উত্তরঃ ১৯৫টি স্বাধীন দেশ আছে।

৫) প্রশ্নঃ কোন পাখি ঘোড়া থেকেও জোরে দৌড়াতে পারে?
উত্তরঃ উটপাখি ঘোড়া থেকে জোরে দৌড়াতে পারে।

Image

৬) প্রশ্নঃ দেশলাইয়ের আবিষ্কার কোন দেশে হয়েছিল?
উত্তরঃ ব্রিটেন দেশে দেশলাইয়ের আবিষ্কার হয়েছিল।

৭) প্রশ্নঃ শান্তির মানুষ নামে পরিচিত কোন ব্যক্তি?
উত্তরঃ লাল বাহাদুর শাস্ত্রী (Lal Bahadur Shastri) শান্তির মানুষ নামে পরিচিত ছিলেন।

৮) প্রশ্নঃ সোনার খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?
উত্তরঃ সোনার খাদ বের করতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার হয়।

৯) প্রশ্নঃ অস্ট্রেলিয়া দেশের কোন পার্কের নাম পরিবর্তন করে লিটিল ইন্ডিয়া (Little India) রাখা হয়েছে?
উত্তরঃ হ্যারিশ পার্ক।

Image

১০) প্রশ্নঃ আজ যেখানে হিমালয় পর্বত অবস্থিত সেখানে অতীতে কোন সাগর ছিল জানেন?
উত্তরঃ টেথিস (Tethys) নামক একটি সাগর ছিল।