জানেন বাংলায় স্মার্টফোনকে কী বলে? ৯৫% বাঙালি এর উত্তর দিতে ব্যর্থ

প্রযুক্তির যুগে সবচেয়ে যদি কোন বস্তু বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা হল স্মার্টফোন। এটি শুধুই কোন ডিভাইস নয়, দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোন ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। এমনকি বাড়ি থেকে বের হওয়ার সময় যদি ফুল চার্জ না থাকে তাও আমরা মনঃপুত হয় না।

বর্তমানে শিশু থেকে বৃদ্ধ সকলেই স্মার্টফোনেই অ্যাডিক্টেড হয়ে রয়েছেন। যদিও অত্যাধিক ব্যবহার করা বিজ্ঞানীরা খারাপ বলে মনে করেন তবে সেই প্রসঙ্গে না গিয়ে, আজ স্মার্টফোন সম্পর্কিত জানানো হয়েছে একটি আকর্ষণীয় তথ্য।

Image

স্মার্টফোন সম্পর্কিত আমরা অনেক তথ্য জানি! যেমন স্টিভ জবসের কোম্পানি অ্যাপেল প্রথম স্মার্টফোনের সূচনা করেছিলেন। সেই থেকে আজ অবধি স্মার্টফোনে অনেক ফিচারস যুক্ত হয়েছে যা আমাদের অনেক কাজকে সহজ করে তুলেছে। তবে জানেন কি এই ডিভাইসটির বাংলার অর্থ কি?

প্রথমে মোটোরোলা কোম্পানির গবেষক মার্টিন কুপার তারবিহীন ফোনের নকশা করেছিলেন। সেই সময়, বোতাম টিপেই কাজ চালাতে হতো। এরপর প্রথম অ্যাপেল কোম্পানি নিয়ে আসে টাচ স্ক্রিন ফোন। এরপর ধীরে ধীরে গবেষণার কারণে আজকের পর্যায়ে পৌঁছেছে স্মার্টফোনের রূপে।

 

Image

যাইহোক মোবাইলের ইতিহাস সম্পর্কে আমরা কমবেশি সকলেই জানি। কিন্তু মোবাইল ফোনের বাংলা প্রতিশব্দ কি? তা অনেকেই জানেন না। বাংলায় মোবাইল ফোনকে বলা হয় চলভাষ। এছাড়াও হামেশাই আমরা যে সমস্ত ইংরেজি শব্দ ব্যবহার করি, তারও বাংলায় প্রতিশব্দ রয়েছে যা অনেকেরই অজানা।
যেমন— বাইসাইকেল এর প্রতিশব্দ দ্বিচক্রযান,
টেলিভিশন — দূরদর্শন,
রেডিও — বেতার,
টেলিফোন — দুরাভাষ,
ইন্টারনেট — অন্তর্জাল।