কখনো ভেবেছেন ট্রেনের ছাদে এই গোলাকার বস্তুগুলি থাকে কেন? ৯০% মানুষ জানেন না

ভারতীয় রেলকে ‘লাইফলাইন’ বলা হয়, যার মাধ্যমে প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনে করে পৌঁছে যান দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের গন্তব্যস্থলে। কম খরচের পাশাপাশি দ্রুত ভ্রমণ করার জন্য এর জুড়ি মেলা ভার। এই কারণেই সাধারণত ধনী-গরিব সকল শ্রেণীর মানুষ রেলকেই যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে বেছে নেন।

ব্রিটিশ শাসনের পর থেকেই ভারতে রেল স্থাপনের সূচনা হয়েছিল। তবে রেল ব্যবস্থায় আধুনিকরণ হয় ভারতের স্বাধীনতার পর থেকে। আপনিও কখনো না কখনো ট্রেনে ভ্রমণ করেছেন বা প্ল্যাটফর্মের ওভার ব্রিজের মধ্য দিয়ে হেঁটেছেন। এর ফলে নিচে থাকার ট্রেনগুলি ছাদ নিশ্চয়ই লক্ষ্য করেছেন। যাইহোক এই প্রতিবেদনের মাধ্যমে এমন একটি তথ্য জানানো হয়েছে যা অনেকেরই অজানা।

Image

ট্রেন সম্পর্কিত এমন অনেক তথ্য রয়েছে যা অনেকেই জানেন না। এর মধ্যে তেমন একটি হলো ট্রেনের ছাদে গোলাকার বস্তু গুলি কেন থাকে। এর কাজ কি? জানিয়ে রাখি, এর বিশেষ কাজ হল বায়ু চলাচলের সুবিধা। আসলে ট্রেনে প্রচুর ভিড় হয়ে গেলে নিশ্বাস নিতে প্রবল কষ্ট হয় যাত্রীদের। তখন এই ঢাকনাগুলো কাজে আসে। ট্রেনে ভিড় হয়ে গেলেও যাত্রীদের শ্বাস নিতে কষ্ট হয় না।

এর মধ্যে আরও একটি ব্যাপার রয়েছে ট্রেনের বগির ভিতরে জাল থাকে কেন? আজকাল প্রতিটি প্যাসেঞ্জার ট্রেনের একদম উঁচুতে লোহার জাল লাগানো থাকে যাতে গোটা কামরাতেই সহজে বাতাস চলাচল করতে পারে। এছাড়াও ট্রেনের ছাদে থাকা গোল ঢাকনার জন্য জল ভেতরে আসতে পারেনা। ফলে বৃষ্টির মধ্যেও যাত্রীদের কোন সমস্যা হয় না।