বড় বড় বুদ্ধিজীবীরাও ফেল! জানেন OK শব্দটির পূর্ণরূপ কি?

আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে ব্যক্তি ইংরেজি বলতে পারেন না তিনিও OK শব্দটি ব্যবহার করেন। কারণ এটি বলা সহজ এবং আজকাল প্রতিটি মানুষের কাছে OK শব্দটি পরিচিত হয়ে উঠেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে OK শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছিল এবং এর পূর্ণরূপ কি।

এই শব্দটি আজকাল কোনো একটি বিশেষ ভাষায় থেমে নাই। পৃথিবীর সব ভাষায় এই শব্দটির আজ বহুল প্রচলিত। ওকে শব্দটা লিখি বা বলি যে কোনভাবেই আমরা ব্যবহার করে থাকি। এটি বিশ্বের সবচেয়ে কথিত বা লিখিত শব্দ হিসেবে বর্ণনা করা হয়েছে। জানিয়ে রাখি, ১৯ শতকে আমেরিকায় OK শব্দটির উৎপত্তি হয়েছিল।

Image

‘OK’ শব্দটির পূর্ণরূপ হল All Correct! কিন্তু এখন প্রশ্ন হল All Correct এর AC হওয়া উচিত ছিল কিন্তু OK শব্দটির উৎপত্তি হলো কেন? আসলে এর ইতিহাসটা বেশ মজার। ইংরেজি অভিধানে OK শব্দটি ঢুকে পড়ে ১৮৩৯ সালের পরে, আসলে এই শব্দটি একটি রসিকতা ছিল।

১৮৩৯ সালে বিখ্যাত মার্কিন সাংবাদিক চার্লস গর্ডন গ্রিন প্রথমবার OK শব্দটি ব্যবহার করেছিলেন। আসলে মার্কিন ইংরেজিতে ‘Oll Correct’ কেই মজা করে তিনি OK লিখেছিলেন। ওই বিখ্যাত সাংবাদিকের রসিকতায় সম্ভবত গোটা বিশ্বে ভাইরাল হয়ে যায়। এরপর Oll Correct হয়ে যায় OK নামে। বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ইংরেজি শব্দ ‘OK’।