ইন্টারভিউ প্রশ্ন: মহিলাদের সামনে থাকে আর গরুর পেছনে থাকে, সেটা কী?

Interview Questions: বিগত কয়েক বছরে আইএএস ইন্টারভিউ এর প্রশ্নগুলি খবরের শিরোনামে থাকছে। এই পর্যায়ে ছাত্রদের পৌঁছানো এত সহজ নয়। কেবল যোগ্য প্রার্থীরাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস ইন্টারভিউয়ের জন্য সুযোগ পায়। তবে এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করা হয় যার ফলে সহজেই প্রার্থীরা বিভ্রান্ত হয়ে পড়ে। এই ধরনের প্রশ্নগুলি দেখে কঠিন মনে হলেও এর উত্তর প্রশ্নের মধ্যে লুকিয়ে থাকে। এবার কয়েকটি প্রশ্ন সহ উত্তর জেনে নেওয়া যাক…

১) প্রশ্ন: দ্য গ্রেট আলেকজান্ডার কোথাকার রাজা ছিলেন?
উত্তর: ম্যাসিডন।

২) প্রশ্ন: রক্তে কত শতাংশ রক্ত কণিকা থাকে?
উত্তর: ৪৫%

৩) প্রশ্ন: বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেন?
উত্তর: বল্লাল সেন।

৪) প্রশ্ন: কোন রাজ্যকে সমুদ্রের দান বলা হয়?
উত্তর: কেরালা।

৫) প্রশ্ন: কোন গাছকে দক্ষিণ ভারতের ‘সবুজ সোনা’ বলা হয়?
উত্তর: নারকেল গাছ।

৬) প্রশ্ন: সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর: কলকাতা।

Image

৭) প্রশ্ন: ভারতের কোন গায়ক/গায়িকা প্রথম পদ্মভূষণ পুরস্কার পান?
উত্তর: লতা মঙ্গেশকর।

৮) প্রশ্ন: হাম্পি শহরটির ধ্বংসাবশেষ কোন রাজ্যে পাওয়া যায়?
উত্তর: কর্ণাটক।

৯) প্রশ্ন: মানব শরীরের বৃহত্তম অঙ্গ কোনটি?
উত্তর: ত্বক।

১০) প্রশ্ন: আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর: গুরু শিখর।

১১) প্রশ্ন: চাঁদের মাটিতে কোন মৌলটি পাওয়া গেছে?
উত্তর: টাইটেনিয়াম।

Image

১২) প্রশ্ন: খড়গপুরের আইআইটি (IIT) কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫১ সালে।

১৩) প্রশ্ন: নাসিক কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: গোদাবরী।

১৪) প্রশ্ন: কোন ভারতীয় রাজ্যের অপর নাম ‘শ্বেত মানুষের সমাধি’?
উত্তর: নাগাল্যান্ড।

১৫) প্রশ্ন: মহিলাদের সামনে থাকে আর গরুর পেছনে থাকে, সেটা কী?
উত্তর: W / ‘W’OMAN – CO‘W’ (প্রার্থীকে বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়েছিল)।