জানেন চীনের লোকেরা ভারতবর্ষকে কী নামে ডাকে?

ভারতবর্ষকে চীনেরা কোন নামে ডাকে?

General Knowledge Quiz : সরকারি হোক বা বেসরকারি যেকোনো ধরনের পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। এগুলি শুধুমাত্র প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেই নয়, পড়তেও ভালো লাগে এবং মনে রাখার জন্য মুখস্তও করতে হয় না। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা আপনার জ্ঞানের পরিধিকে বাড়াতে সাহায্য করতে পারে।

১) প্রশ্নঃ ভারত ছাড়াও কোন দেশে গরুকে পূজা করা হয়?
উত্তরঃ নেপালে গরুর পূজা হয়।

২) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে একটিও নদী নেই?
উত্তরঃ সৌদি আরবে।

৩) প্রশ্নঃ বিশ্বের প্রাচীনতম ভাষা কোনটি?
উত্তরঃ সংস্কৃত।

৪) প্রশ্নঃ মহিষ কোন দেশের জাতীয় পশু?
উত্তরঃ ডমিনিকার জাতীয় পশু মহিষ।

৫) প্রশ্নঃ কে সাঁচির স্তুপ নির্মাণ করেছিলেন?
উত্তরঃ সম্রাট অশোক।

৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের লোকেরা সাপের তেল দিয়ে সবজি তৈরি করে?
উত্তরঃ সিকিম।

৭) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল উদ্ভিদ কোনটি?
উত্তরঃ বাঁশ গাছ।

৮) প্রশ্নঃ জানেন ফুটবলে কোন গ্যাস ভরা থাকে?
উত্তরঃ হাইড্রোজেন গ্যাস।

৯) প্রশ্নঃ বিশ্বের কোন নদী জল সব সময় উষ্ণ থাকে?
উত্তরঃ নীল নদের জল সবসময় উষ্ণ থাকে।

১০) প্রশ্নঃ এমন কোন জিনিস যা সমুদ্রে জন্মায় কিন্তু ঘরে থাকে?
উত্তরঃ লবণ, শঙ্খ ইত্যাদি।

১১) প্রশ্নঃ ভারতের সবচেয়ে বিপদজনক ক্ষেপণাস্ত্র কোনটি?
উত্তরঃ ভারতের সবচেয়ে বিপদজনক ক্ষেপণাস্ত্রের নাম হল অগ্নি-৫।

১২) প্রশ্নঃ বলুন তো কোন প্রাণীর ১৪০০০ দাঁত রয়েছে?
উত্তরঃ শামুকের ১৪০০০ দাঁত রয়েছে।

১৩) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে মারাত্মক বিষ কোনটি?
উত্তরঃ বোটক্স পৃথিবীর সবচেয়ে মারাত্মক বিষ।

১৪) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে দামি রক্ত কোন প্রাণী রয়েছে?
উত্তরঃ হর্সশু কাঁকড়ার রক্তের দাম সবচাইতে বেশি। এই রক্ত নীল রঙের এবং নানান রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।

১৫) প্রশ্নঃ জানেন চীনের লোকেরা ভারতবর্ষকে কী নামে ডাকে?
উত্তরঃ চীনের লোকেরা ভারতকে তিয়ানঝু নামে ডাকত। এই চীনা শব্দটির অর্থ হল হিন্দু, আবার স্বর্গও বলা হয়েছে।