চাণক্য নীতি: জন্মের আগেই এই পাঁচটি বিষয় স্থির হয়ে যায়, হাজার চেষ্টা করেও বদলানো যায় না

জন্মের আগে স্থির হয়ে যায় জীবনের এই পাঁচটি বিষয়

Chanakya Niti: প্রাচীন ভারতের প্রখ্যাত দার্শনিক তথা সর্বশাস্ত্রজ্ঞ চাণক্য মানব জীবনের প্রতিটি দিকের কথা উল্লেখ করেছেন তার নীতিশাস্ত্র গ্রন্থে। চাণক্য বলেছেন যে, মানুষের জন্মের আগে থেকেই পাঁচটি বিষয় স্থির হয়ে যায়। সহস্রবার চেষ্টা করার পরেও এই পাঁচটি বিষয়ের আর কোনরকম পরিবর্তন সম্ভব হয় না। এই প্রতিবেদনে এবার সেই বিষয়েই আলোচনা করা হলো।

□⁠ আচার্য চাণক্যের মতে, একজন মানুষের আয়ুকাল তিনি কত বছর বাঁচবেন তা মাতৃগর্ভে থাকাকালীনই নির্ধারিত হয়ে যায়। এই পৃথিবীতে আমরা যতদিনের আয়ু নিয়ে এসেছি, তা আর নড়চড় হওয়ার উপায় নেই। আমরা কতদিন বাঁচবো বা কবে মারা যাব, সবই জন্মের আগেই পূর্ব নির্ধারিত থাকে।

□⁠ চাণক্যের নীতিগ্রন্থে বলা হয়েছে, গত জন্মের কর্মধারা ফল ভোগ করতে হয় এই জন্মে। অর্থাৎ গত জন্মে ভালো কিছু করলে এ জন্মে ভালো ফল লাভ করা সম্ভব। অন্যদিকে গত জন্মের কুকর্মের ফলেই এ জন্মে চেষ্টা করেও সাফল্য পাওয়া যায় না।

□⁠ চাণক্য এও বলেছেন, একজন মানুষ কতটা জ্ঞানী হবেন তাও নির্ধারিত হয়ে যায় জন্মের আগে থেকেই। আপনার ইচ্ছে ও চেষ্টা থাকলেও শিক্ষালাভ করা আপনার ভাগ্যে না থাকলে তা কিছুতেই সম্ভব হবে না।

□ জীবনে আমরা কত সম্পত্তির মালিক হব তাও নির্ধারিত হয় জন্মের আগেই। ভাগ্যে ঠিক যতটা আছে হাজার চেষ্টা করেও তার বেশি অর্থ উপার্জন করা কারোর পক্ষেই সম্ভব নয়। সেই কারণে যার কাছে যতটা পরিমাণ অর্থ রয়েছে, তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত।

□⁠ আমাদের জন্মের আগে থেকেই মৃত্যু নির্ধারিত। প্রতিটি ব্যক্তি ঠিক কবে ও কোথায় মারা যাবে তা জন্মগ্রহণের আগে থেকেই স্থির হয়ে যায়। তাই সব সময় আমাদের ভালো করা উচিত। না হলে খারাপ কাজের ফল পরের জন্মে গিয়ে ভোগ করতে হয়।