GK: ভারতের কোন রাজ্যে ভাই-বোন একে অপরকে বিয়ে করে?

ভাই বোন একে অপরের স্বামী-স্ত্রী হয় ভারতের কোন রাজ্যে?

General Knowledge Quiz : আজকাল যে কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পাঠ্য বিষয়ের পাশাপাশি দেশ-বিদের সম্পর্কিত নানান প্রশ্নগুলি করা হয়। তাই চাকরির পরীক্ষায় সফলতা পেতে গেলে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি নিয়মিত জেনে রাখা উচিত।

১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের রাষ্ট্রীয় প্রাণী উট? 
উত্তরঃ আসলে উটকে রাজস্থানের রাষ্ট্রীয় প্রাণী হিসেবে গণ্য করা হয়েছে।

২) প্রশ্নঃ জানেন পৃথিবীর কোন দেশে স্কুটারের আবিষ্কার হয়েছিল? 
উত্তরঃ জার্মানি দেশে প্রথম স্কুটারে আবিষ্কার হয়।

৩) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে লাল রঙের ঢেঁড়স পাওয়া যায়? 
উত্তরঃ লাল রঙের ঢেঁড়স পাওয়া যায় রাজস্থানে।

৪) প্রশ্নঃ গুগল ম্যাপে ভারতকে কোন রঙের দেখানো হয়েছে? 
উত্তরঃ ভারতকে সবুজ রঙের দেখানো হয়েছে গুগল ম্যাপে।

৫) প্রশ্নঃ কোন দেশের মুদ্রায় গণেশ ঠাকুরের ছবি রয়েছে? 
উত্তরঃ ইন্দোনেশিয়া দেশের ২০ হাজার টাকার নোটের ওপরে ভগবান গণেশের ছবি রয়েছে।

৬) প্রশ্নঃ জানেন পশ্চিমবঙ্গের কোন গ্রামকে গ্রামরত্ন বলা হয়? 
উত্তরঃ আসলে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ফুলিয়া গ্রামকে গ্রামরত্ন বলা হয়েছে।

৭) প্রশ্নঃ ডাক্তারদের হাতের লেখা খারাপ হবার কারণে প্রতি বছর কতজন মানুষ মারা যায়? 
উত্তরঃ একটি রিপোর্ট অনুযায়ী জানা গেছে, প্রেসক্রিপশনের ডাক্তারদের হাতের লেখা বুঝতে না পারার কারণে ভুল ওষুধ প্রয়োগে প্রতিবছর গড়ে ৭০০০ জন রোগী মারা যায়।

৮) প্রশ্নঃ ভারতের কোন শহরটি সিলিকন ভ্যালি নামে পরিচিত? 
উত্তরঃ আসলে ব্যাঙ্গালোরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়।

৯) প্রশ্নঃ কোন উদ্ভিদকে সঞ্জীবনী বুটির সাথে তুলনা করা হয়েছে? 
উত্তরঃ তুলসী গাছকে সঞ্জীবনী বুটির সাথে তুলনা করা হয়েছে কারণ এটি হাজারো রকমের রোগ নিরাময় করতে পারে।

Image

১০) প্রশ্নঃ বলুন তো ভারতের কোন রাজ্যে ভাই-বোন একে অপরকে বিয়ে করে? 
উত্তরঃ ভারতের ছত্তিশগড়ের আদিবাসী এলাকার ধুরোয়া উপজাতির সম্প্রদায়ের ভাই-বোনেরা একে অপরকে বিয়ে করে। কারণ তারা রক্তের সম্পর্কে বিশ্বাস করে না।