প্রশ্ন : ছেলেরা করতে করতে হাঁপিয়ে যায় আর মেয়েরা বলে আরও করো, সেটা কী?

এমন কী যে ছেলেরা করতে গিয়ে হাঁপিয়ে গেলেও মেয়েরা আরো চাই

Interview Questions : ইন্টারভিউতে করা উদ্ভট প্রশ্নগুলি হামেশাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। এই ধরনের প্রশ্নগুলি বেশ সহজ মনে হলেও উত্তর দেওয়া কঠিন হয়ে পড়ে। তবে আপনি যদি ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন তাহলে এর উত্তর সহজেই দিতে পারবেন। যাইহোক এই প্রতিবেদনে বেশ কয়েকটি আকর্ষণীয় প্রশ্নের উত্তর সহ জেনে নেওয়া যাক।

১) প্রশ্নঃ কোন রং দেখলেন মানুষ বেশি ক্ষুধার্ত হয়ে ওঠে?
উত্তরঃ লাল ও হলুদ। এই জন্য বেশিরভাগ রেস্টুরেন্টের লোগোগুলি লাল বা হলুদ হয়ে থাকে।

২) প্রশ্নঃ জানেন কাঁচ কি থেকে তৈরি হয়?
উত্তরঃ বলি।

৩) প্রশ্নঃ কোন দেশের জেল থেকে পালানো অপরাধ নয়?
উত্তরঃ জার্মানি।

৪) প্রশ্নঃ খাবারের সময় কি করলে সব খাবারের স্বাদ একই মনে হবে?
উত্তরঃ নাক বন্ধ করলে।

৫) প্রশ্নঃ কোন দেশে সবচেয়ে বেশি বৃদ্ধ মানুষ রয়েছে?
উত্তরঃ জাপান।

৬) প্রশ্নঃ কাঁচ মাটির সাথে মিশে যেতে কত বছর সময় লাগে?
উত্তরঃ ১০ লাখ বছর।

৭) প্রশ্নঃ কোন দেশের কোন রাজধানী নেই?
উত্তরঃ নাউরু।

৮) প্রশ্নঃ লজ্জাবতী গাছের ডাক নাম কি?
উত্তরঃ নো টাচ মি।

Image

৯) প্রশ্নঃ দেশলাই তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয়?
উত্তরঃ গেওয়া গাছের কাঠ।

১০) প্রশ্নঃ কোন দেশকে সোনা ও হীরের দেশ বলা হয়?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকাকে।

১১) প্রশ্নঃ কোন প্রাণীর চক্ষু তারা আয়তাকার হয়ে থাকে?
উত্তরঃ ছাগলের।

১২) প্রশ্নঃ কোন দেশে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় হয়?
উত্তরঃ চীন দেশে।

১৩) প্রশ্নঃ ইংরেজিতে সবচেয়ে বেশি ব্যবহৃত অক্ষর কোনটি?
উত্তরঃ E হলো ইংরেজিতে সবচেয়ে বেশি ব্যবহৃত অক্ষর।

১৪) প্রশ্নঃ কোন দেশে কালো বিড়ালকে শুভ বলে মনে করা হয়?
উত্তরঃ জাপানে।

Image

১৫) প্রশ্নঃ ছেলেরা করতে করতে হাঁপিয়ে যায় আর মেয়েরা বলে আরো চাই, সেটা কী?
উত্তরঃ কেনাকাটি করা।