GK কুইজ : ভারত নয়, বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি হিন্দু বাস করে জানেন?

জানেন বিশ্বের কোন দেশটিতে সবচেয়ে বেশি হিন্দু বাস করে?

General Knowledge Quiz: সরকারি হোক বা বেসরকারি যেকোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি জেনে রাখা খুবই প্রয়োজন। এগুলি যেমন জ্ঞানের পরিধিকে বাড়িয়ে তুলতে সাহায্য করে তেমনি ইন্টারভিউতেও বাজিমাত করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো, যা দেখে নিন।

১) প্রশ্নঃ কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত?
উত্তরঃ আরব সাগরে।

২) প্রশ্নঃ নেপালের চারিদিকে ভারতের কয়টি রাজ্য আছে?
উত্তরঃ ৫টি রাজ্য — উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, সিকিম ও পশ্চিমবঙ্গ।

৩) প্রশ্নঃ কোন পাখিকে স্পর্শ করলেই মারা যায়?
উত্তরঃ টিটোনি পাখি, যা অস্ট্রেলিয়ায় পাওয়া যায়।

৪) প্রশ্নঃ ভারতের একমাত্র করমুক্ত বন্দর কোনটি?
উত্তরঃ কান্ডালা।

৫) প্রশ্নঃ কে ভারতের ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন?
উত্তরঃ গুলজারিলাল নন্দা, যিনি ভারতের দুইবার প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু দু’বারই ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রীর পদে ছিলেন। (১৯৬৪ সাল ও ১৯৬৬ সাল)

৬) প্রশ্নঃ রবিবারের ছুটি কবে থেকে শুরু হয়েছিল?
উত্তরঃ ১৮৪৩ সাল থেকে।

৭) প্রশ্নঃ কোন নদীর জল সবসময় গরম থাকে?
উত্তরঃ নীলনদ।

৮) প্রশ্নঃ ভারতের প্রবেশদ্বার কোন বন্দরকে বলা হয়?
উত্তরঃ মুম্বাইকে।

৯) প্রশ্নঃ কোন প্রাণী গলা দিয়ে আওয়াজ করতে পারে না?
উত্তরঃ জিরাফ হল পৃথিবীর একমাত্র প্রাণী যারা কোনো শব্দ করতে পারে না।

Image

১০) প্রশ্নঃ কোন দেশের সবচেয়ে বেশি মানুষ বেরোজগার হয়ে ঘুরে বেড়ায়?
উত্তরঃ ভারত।

১১) প্রশ্নঃ কোন গ্রহটি জলগ্রহ নামে পরিচিত?
উত্তরঃ পৃথিবী।

১২) প্রশ্নঃ ভারতের সবচেয়ে বড় নাগরিক সম্মান কোনটি?
উত্তরঃ ভারতরত্ন।

১৩) প্রশ্নঃ নীল পর্বতে কোন উপজাতির মানুষ বাস করে?
উত্তরঃ টোডা উপজাতি।

Image

১৪) প্রশ্নঃ কোন জীব একটা জিনিসকে দুটো দেখে?
উত্তরঃ হাতি।

১৫) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি হিন্দু বাস করে জানেন?
উত্তরঃ নেপাল। যদি জনসংখ্যার শতকরা বিচার করা হয় তাহলে ভারতের চেয়েও নেপালে সর্বাধিক সংখ্যক হিন্দু বাস করেন। নেপালে ৮১.১৯ শতাংশ মানুষ হিন্দু এবং ভারতে প্রায় ৭৯ শতাংশ।