বলিউডের এই প্রথম সারির তারকারা ভারতীয় নন, দেখে নিন কারা তালিকায় রয়েছেন

ভারতের নাগরিকত্ব নেই বলিউডের যে তারকাদের

শুধু পর্দায় না বলিউড (Bollywood) তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে মানুষের জানার আগ্রহ সবসময়ই তুঙ্গেই থাকে। জানেন কি বলিউড ইন্ডাস্ট্রিতে এমন বেশ কয়েকজন অভিনেতা রয়েছেন যারা জন্মসূত্রে ভারতীয় না হওয়ার সত্ত্বেও চুটিয়ে কাজ করে চলেছেন। আজকের প্রতিবেদন রইল এমনই ৫ তারকাদের সম্পর্কে।

অক্ষয় কুমার (Akshay Kumar) : বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের আসল নাম রাজীব হরি ওম ভাটিয়া, তিনি পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করলেও ভারতীয় নন। তার কাছে কানাডিয়ান পাসপোর্ট রয়েছে এবং তিনি তার ‘সম্মানসূচক কানাডিয়ান নাগরিকত্ব’ গ্রহণ করার পরে ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দেন।

আলিয়া ভাট (Alia Bhatt) : মহেশ ভাটের কনিষ্ঠ কন্যা এবং বলিউডের অন্যতম শীর্ষস্থানীয় অভিনেত্রী আলিয়া ভাট। তবে তার কাছে ভারতের নাগরিকত্ব নেই। আসলে আলিয়া ভাটের মা সনি রাজদান ইংল্যান্ডের বার্মিংহাম শহরে জন্মগ্রহণ করেছিলেন, তাই আলিয়ার কাছেও ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে।

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) : সুন্দরী ক্যাটরিনা কাইফও একজন ‘বিদেশি’। অভিনেত্রীর বাবা একজন কাশ্মিরী। হংকংয়ে জন্মগ্রহণ করেন এই বলি সুন্দরী। তার ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। মায়ের জন্মাধিকার সূত্রেই এই নাগরিকত্ব পান তিনি।

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) : বর্তমানে বলিউডের প্রথম সারির নায়িকা দীপিকা। তবে তিনি ভারতীয় নন। তিনি জন্মেছিলেন ডেনমার্কে। আর সেই কারনে তার ড্যানিশ নাগরিকত্ব রয়েছে। যদিও তিনি বড় হয়েছেন বেঙ্গালুরুতে।

সানি লিওনি (Sunny Leone) : সানি লিওন ভারতে জন্মগ্রহণ করলেও তার কাছে বিদেশের নাগরিকত্ব আছে। তিনি কানাডার নাগরিক। এছাড়াও কর্ম সূত্রে তার স্বামীর সঙ্গে আমেরিকায় থাকতেন। সুতরাং, তার কাছে আমেরিকান নাগরিকত্বও রয়েছে।