সিনেমায় কাজ না পেয়ে একসময় আমির খানের বডিগার্ড ছিলেন এই অভিনেতা

বলিউডের কোন অভিনেতা আমির খানের বডিগার্ড ছিলেন

বলিউড ইন্ডাস্ট্রিতে বহিরাগতদের লড়াইয়ের গল্প কারোরই অজানা নয়। বছরের পর বছর কঠোর পরিশ্রম এবং প্রতিযোগিতা অতিক্রম করে অনেক অভিনেতা হারিয়ে গেছেন আবার কেউ কেউ তাদের প্রতিভা ও পরিশ্রমের ফলে খ্যাতি অর্জন করেছেন। আজ এমনই এক বলিউড তারকার কথা তুলে ধরা হলো যিনি একসময় আমির খানের (Aamir Khan) দেহরক্ষী হিসেবেও কাজ করেছে।

তিনি হলেন রনিত রায় (Ronit Roy), যিনি প্রথমে টিভিতে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। এরপর বহু ছবিতে কাজ করলেও আজও থামেনি তার সংগ্রাম। তার এই গল্পের কথা নিজেই জানিয়েছেন রনিত রায়। আমির খানের দেহরক্ষী হিসেবে কাজ করার সময় তিনি যা শিখেছেন তাও জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে।

আমির খানের বডিগার্ড হিসেবে কাজ করা থেকে শুরু করে জুনিয়র আর্টিস্ট, কাজের অনিশ্চয়তা, আসক্তির সঙ্গে লড়াই, রনিত নানান সমস্যার মুখোমুখি হয়েছেন। এ বিষয়ে তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, কীভাবে তিনি স্টারডমের কাছে ভেসে গিয়েছিলেন।

তিনি বলেন, ‘আমির খানের দেহরক্ষী হিসেবে দুই বছর কাজ করেছি। চাকরি না থাকায় একটি কোম্পানি শুরু করি। আমি সৌভাগ্যবান ছিলাম যে আমির খানের সাথে সময় কাটাতে পেরেছি, আমি শিখেছি যে নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম বলতে কী বোঝায়। ভাগ্যক্রমে, একতা কাপুর সেই সময়ে আমার জীবনে দুটি বড় শো নিয়ে এসেছিলেন যার দরুন আমি এই জায়গায়।’

রনিত আরও জানান, তিনি যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম পা রাখেন তখন তাকে কী ধরনের কথা শুনতে হয়েছে। ‘একবার আমার ম্যানেজারকে জিজ্ঞেস করা হয়েছিল কেন আমরা রনিত রায়কে কাস্ট করব? তার চেয়ে জুনিয়র আর্টিস্টরা ভালো। যদিও সময় এখন বদলেছে, দুই বছর আগেই সেই একই ব্যক্তি আমাকে ছবির প্রস্তাব দেয়, কিন্ত ছবিটি আমি প্রত্যাখ্যান করেছি’।