কোন বাঙালি স্বাধীনতা সংগ্রামী বোরোলিনের আবিষ্কার করেছিলেন?

বোরোলিনের আবিষ্কারক এক বাঙালি স্বাধীনতা সংগ্রামী, জানেন তিনি কে?

General Knowledge Quiz : কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি শিক্ষার্থীদের জেনে রাখা অবশ্যই প্রয়োজন। কেননা যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন গুলি বেশিরভাগ দেখা যায়। এমনকি ইন্টারভিউতেও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি বাদ যায় না। তাই এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ প্লাস্টিকের তৈরি জিনিস মাটির সাথে মিশে যেতে কত বছর সময় লাগে?
উত্তরঃ ৪০০-৫০০ বছর।

২) প্রশ্নঃ আমাদের হাতের পাঁচটি আঙুলের মধ্যে কোন আঙ্গুলটি সবচেয়ে বেশি শক্তিশালী?
উত্তরঃ কনিষ্ঠ আঙ্গুল বা কড়ে আঙুল।

৩) প্রশ্নঃ কলকাতা ভারতের রাজধানী কত বছর ছিল জানেন?
উত্তরঃ ১৪০ বছর।

৪) প্রশ্নঃ কোন প্রাণী শরীরের সবথেকে বেশি হাড় আছে?
উত্তরঃ পাইথনের।

৫) প্রশ্নঃ কোন দেশে হাতি মারা শাস্তি হলো সরাসরি মৃত্যুদণ্ড?
উত্তরঃ শ্রীলঙ্কাতে।

৬) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটি প্রথম জিএসটি (GST) চালু করেছিল?
উত্তরঃ ফ্রান্স দেশ।

৭) প্রশ্নঃ কোন ধাতু তৈরি গ্লাসে জল খাওয়া শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী?
উত্তরঃ পিতলের গ্লাস।

৮) প্রশ্নঃ আকারের দিক দিয়ে ভারতের সবথেকে ছোট রাজ্যের নাম কী?
উত্তরঃ গোয়া।

৯) প্রশ্নঃ এক বছরে মোট কতগুলি রবিবার থাকে?
উত্তরঃ ৫২টি।

১০) প্রশ্নঃ মোবাইল ফোনকে বাংলায় কী বলা হয়?
উত্তরঃ চলভাষ।

১১) প্রশ্নঃ ভারত কী প্রথম থেকেই এশিয়া মহাদেশের অংশ ছিল? 
উত্তরঃ অনেকের মতে, ভারত ৫৫ মিলিয়ন বছর আগে অস্ট্রেলিয়া থেকে আলাদা হয়ে যায়।

Image

১২) প্রশ্নঃ দুধ আমাদের শরীরের কোন অঙ্গকে মজবুত করে?
উত্তরঃ হাড়কে।

১৩) প্রশ্নঃ কোন প্রাণীর কামড়ে ভারতের সবথেকে বেশি মানুষ মারা যায়?
উত্তরঃ মশা।

১৪) প্রশ্নঃ ভারতের সবথেকে জনপ্রিয় স্ট্রিটফুড কোনটি?
উত্তরঃ ফুচকা।

Image

১৫) প্রশ্নঃ কোন স্বাধীনতা সংগ্রামী বোরোলিনের আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ ১৯২৯ সালে কলকাতায় একজন বাঙালি ব্যবসায়ী তথা স্বাধীনতা সংগ্রামী গৌরমোহন দত্ত (Gourmohan Dutta) বোরোলিনের আবিষ্কার করেছিলেন।