জানেন ধোনির আগে কোন ভারতীয় ক্রিকেটার ‘৭’ নম্বর জার্সি গায়ে দেশের হয়ে খেলতেন?

ধোনি ছাড়াও আরেক ভারতীয় খেলোয়াড়ের জার্সি নম্বর ৭ ছিল

Jersey number 7: ক্রিকেটে জার্সি ৭ নম্বর লাইমলাইটে এসেছিল যখন প্রাক্তন ভারতীয় অধিনায়ক এমএস ধোনি তিনটি আইসিসি ট্রফি জিতে অধিনায়ক হয়েছিলেন। এরপর থেকে ক্রিকেটে ৭ নম্বর জার্সির গুরুত্ব বেড়ে যায়। এছাড়াও শচীন টেন্ডুলকারের ‘১০’, বিরাট কোহলির ‘১৮’ নম্বর জার্সিও খুবই জনপ্রিয়। এখন তো টেস্ট ক্রিকেটেও জার্সি চালু হয়েছে।

ধোনি ৭ নম্বরটিকে তার ভাগ্যবান নম্বর হিসাবে বিবেচনা করেন। এমনকি তার জন্মও বছরের সপ্তম মাসের ৭ তারিখে। এমএস ধোনি ৭ নম্বর জার্সি নিয়ে একটি বিশাল উত্তরাধিকার রেখে গেছেন, যা ভবিষ্যতে এই জার্সিতে অন্য কোনও ক্রিকেটারের পক্ষে ম্যাচ খেলা প্রায় অসম্ভব হতে চলেছে।

তবে জানেন কি ধোনির আগে কোন ভারতীয় ক্রিকেটার ৭ নম্বর জার্সি গায়ে দেশের হয়ে খেলতেন? এই প্রশ্নের উত্তর দিতে অনেক ক্রিকেটপ্রেমীরাও হিমশিম খাবেন! আবার কেউ হয়তো ভাবতে পারেন তিনি কোন অনামী খেলোয়াড় ছিলেন, যার কারণে তার জার্সিটি নম্বর বিখ্যাত হয়ে উঠতে পারেনি। কিন্তু এই ধারণা একেবারেই ভুল!

ওই খেলোয়াড়ও একজন বিখ্যাত ভারতীয় প্লেয়ার ছিলেন। তিনি একজন ডানহাতি ফাস্ট বোলার। দেশের হয়ে ওডিআই ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। অনিল কুম্বলের (৩৩৪) পরেই রয়েছেন তিনি, যার ঝুলিতে রয়েছে ৩১৫টি উইকেট। এমনকি আর কোনও ভারতীয় বোলার ওডিআই ক্রিকেটে ৩০০-র বেশি উইকেট নিতে পারেননি।

আসলে তিনি আর কেউ নন, প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার জাভাগাল শ্রীনাথ (Javagal Srinath) আর বর্তমানে একজন আইসিসির ম্যাচ রেফারি। ধোনির মতো তাকেও ৭ নম্বর জার্সি গায়ে খেলতে দেখা গেছে। তাকে ভারতীয় ক্রিকেটের সেরা ফাস্ট বোলারদের মধ্যে গণ্য করা হয়। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০টির বেশি উইকেট নেওয়া একমাত্র ফাস্ট বোলার।

Image

ভারতের হয়ে শ্রীনাথ টানা ৪টি ওডিআই বিশ্বকাপ খেলে নিয়েছেন ৪৪টি উইকেট এবং জাহির খানের সাথে বিশ্বকাপে ভারতের হয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারিও। ১৯৯১ সালে শারজাহতে তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এবং ২০০৩ বিশ্বকাপের পর তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।