কপিল-ধোনি ছাড়াও আইসিসি ট্রফি জিতেছেন এই ভারতীয় অধিনায়ক, জানেন তিনি কে?

তিন ভারতীয় অধিনায়ক যারা আইসিসি ট্রফি জিতেছেন

Indian Cricket: ভারতে ক্রিকেট খেলাকে একটি ধর্ম হিসেবে বিবেচনা করা হয়। এ দেশে বেশ কিছু তারকা ক্রিকেটার জন্মেছিলেন যারা গোটা বিশ্বে রাজত্ব করেছেন এবং বর্তমানেও কিছু খেলোয়াড় সেই পথই অনুসরণ করছেন। যদিও গত ১০ বছরেও একটিও আইসিসি ট্রফি (ICC trophy) জিততে পারেনি ভারতীয় দল। ২০১৩ সালে শেষবার ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ী হয়েছিল ভারত।

আইসিসি ট্রফি জয়ের কথা বললে সবার প্রথমে কপিল দেবের (Kapil Dev) নাম অনুসরণ করতে হয়। ১৯৮৩ সালে তার নেতৃত্বে ভারতীয় দল বিশ্বকাপ জিতেছিল। আর এদিকে মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ভারতীয় দলকে তিনটি আইসিসি ট্রফি উপহার দিয়েছেন। যথা- ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি।

কিন্তু এছাড়া আরও একজন ভারতীয় অধিনায়ক রয়েছে যার নেতৃত্বে ভারতীয় দল আইসিসি ট্রফি পেয়েছিল। জানেন তিনি কে? আসলে তিনি আর কেউ নন, বাংলার মহারাজ তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly), যার নেতৃত্বে ভারতীয় দলও চ্যাম্পিয়ন্স ট্রফিতে যুগ্মজয়ী হয়েছিল। আসলে সম্পূর্ণ ট্রফিটি জয়ের সুযোগ থাকলেও সেদিন বৃষ্টি ভিলেন হয়ে দাঁড়ায়।

২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল। শ্রীলঙ্কার অধিনায়ক ছিলেন সনৎ জয়সুরিয়া এবং ভারতীয় দলের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তারা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৪ রান তোলে। এরপর ভারত ব্যাট করতে নামলে বৃষ্টির কারণে মাত্র ২ ওভার খেলা সম্ভব হয়েছিল।

এরপর রিজার্ভ ডে-তে পুনরায় খেলাটি শুরু হয় এবং টসে জিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৭ উইকেট হারিয়ে ২২২ রান তুলতে সক্ষম হয়। ভাবা হয়েছিল সহজে ম্যাচটি জিতবে ভারত। কিন্তু ৮.৪ ওভারের পর বৃষ্টির কারণে ম্যাচটি আর শুরু করা যায়নি। তখন ভারত ও শ্রীলঙ্কাকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এভাবে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ২০০২ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যুগ্মজয়ী হয়েছিল ভারতীয় দল।