মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হওয়ার আগে গাঙ্গুলি ও দ্রাবিড় ছাড়াও এই ৩ জনের নেতৃত্বে খেলেছেন

ভারতীয় ক্রিকেটের সর্বকালের সফলতম অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি বিবেচিত হন। তার নেতৃত্বে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করে। জানিয়ে রাখি, ২০০৪ সালে গাঙ্গুলীর নেতৃত্বে মহেন্দ্র সিং ধোনি বাংলাদেশের বিপক্ষে অভিষেক করেন। প্রথম কয়েকটি ম্যাচে ব্যর্থ হলেও গাঙ্গুলী তার উপরে ভরসা রেখেছিলেন। এরপর ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ দ্রাবিড়ের নেতৃত্বে খেলেন। এই প্রতিবেদনে বলা হয়েছে, মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হওয়ার আগে গাঙ্গুলি ও দ্রাবিড় ছাড়াও যে ৩ জনের নেতৃত্বে খেলেছেন, এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:

১) বীরেন্দ্র শেহবাগ:

It's a clear message': Virender Sehwag gives his take on MS Dhoni's  exclusion from BCCI contract list

বীরেন্দ্র শেহবাগ ভারতীয় দলকে চারটি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এই সময় ধোনি ৫৫.৩৩ গড় নিয়ে ১৬৬ রান করেন। এরপর শেহবাগের নেতৃত্বে ধোনি ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেন। যদিও সেই ম্যাচে তিনি শূন্য রানে আউট হয়েছিলেন। উল্লেখ্য, এটিই ছিল ভারতীয় দলের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। তবে শেহবাগকে কখনই জাতীয় দলের নিয়মিত অধিনায়ক করা হয়নি। তিনি কেবল খণ্ডকালীন অধিনায়কত্ব পেতেন। 

২) অনিল কুম্বলে:

IPL 2019: MS Dhoni and Anil Kumble disagree over resting Indian fast bowlers - IBTimes India

অনিল কুম্বলের নেতৃত্বে মহেন্দ্র সিং ধোনি মোট ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন। এইসময় ধোনি ২৬.৮৬ ব্যাটিং গড় নিয়ে ৪০৬ রান করেন। যার মধ্যে তিনটি হাফসেঞ্চুরি ছিল। এর পাশাপাশি ৪৬টি বাউন্ডারি ও চারটি ছক্কাও হাঁকান। কুম্বলের অবসরের পরে মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক করা হয়েছিল। আগে কেবলমাত্র ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক ছিলেন তিনি।  

৩) মাহেলা জয়াবর্ধনে:

Image

এই তালিকায় মাহেলা জয়াবর্ধনের নাম দেখে অনেকেই অবাক হতে পারেন। জানিয়ে রাখি, ২০০৭ সালে এশিয়া একাদশ ও আফ্রো একাদশের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হয়েছিল। এই সময় এশিয়া একাদশের অধিনায়ক ছিলেন মাহেলা জয়বর্ধনে, যার নেতৃত্বে ধোনিও খেলেছিলেন। যেখানে তিনি একটি সেঞ্চুরি সহ ৮৭.০০ গড়ে ১৭৪ রান করেন। এমনকি তার ১২৫.১৭ স্ট্রাইক রেট ছিল দুর্দান্ত। এই সিরিজে ৩-০ ব্যবধানে এশিয়া একাদশ জয়লাভ করে।