টেস্ট ক্রিকেটে ৯০টির বেশি ছক্কা হাঁকিয়েছেন যে ৫ ক্রিকেটার, তালিকায় এক ভারতীয়

টেস্ট ফরম্যাটে একজন ব্যাটসম্যানকে অত্যন্ত বিচক্ষণ, ধৈর্য ও শান্ত মেজাজী হওয়া খুবই জরুরি। তবে ক্রিকেটের ইতিহাসে এমন কিছু খেলোয়াড় ছিলেন যারা এই সমস্ত নিয়ম-শৃঙ্খলার গণ্ডি ছাড়িয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করতেন। এর সবচেয়ে ভালো উদাহরণ বীরেন্দ্র শেহবাগ ছাড়া আর কেউ হতে পারেন না। যেকোন ফরম্যাট হোক না কেন, তার কাজ ছিল শুধু বলকে মাঠের বাইরে পাঠানো। এই প্রতিবেদনে রয়েছে যারা ৯০টির বেশি টেস্টে ছক্কা হাঁকিয়েছেন:-

১) ব্রেন্ডন ম্যাকুলাম: ১০৭ ছক্কা

New Zealand beat India New Zealand won by 40 runs - New Zealand vs India,  India tour of New Zealand, 1st Test Match Summary, Report | ESPNcricinfo.com

নিউজিল্যান্ডের হয়ে ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন ব্রেন্ডন ম্যাকুলাম। দুর্ধর্ষ ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি একজন ভালো অধিনায়কও ছিলেন তিনি। ২০১৫ বিশ্বকাপে তার নেতৃত্বে কিউইরা ফাইনালে উঠেছিল। ম্যাকুলামের টেস্ট ক্যারিয়ারের কথা বললে ১০১ ম্যাচে ১০৭টি ছক্কা সহ ৬,৪৫৩ রান করেছেন।

২) অ্যাডাম গিলক্রিস্ট: ১০০ ছক্কা

Adam Gilchrist: Australia's cricketing immortal

বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১০০টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন অ্যাডাম গিলক্রিস্ট। এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার একজন বিধ্বংসী ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে প্রচুর সুনাম অর্জন করেছেন। তার টেস্ট ক্যারিয়ারের কথা বললে, ৯৬ ম্যাচে ১০০টি ছক্কা সহ ৫,৫৭০ রান করেছেন।

৩) ক্রিস গেইল: ৯৮ ছক্কা

Chris Gayle admits possibility of Test retirement

এই তালিকায় একমাত্র সক্রিয় ক্রিকেটার হিসেবে রয়েছেন ক্রিস গেইল। এই ক্যারিবিয়ান দৈত্যকার ক্রিকেটারের ছক্কা হাঁকাতে খুব বেশি পরিশ্রম করতে হয় না। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা (৫৫৩) হাঁকানোর কৃতিত্ব রয়েছে। এছাড়া তিনি বাংলাদেশের পক্ষে একটি টেস্ট ম্যাচের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে রেকর্ড করেছেন। গেইলের টেস্ট ক্যারিয়ারের কথা বললে, ১০৩ ম্যাচে ৯৮টি ছক্কা সহ ৭,২১৪ রান করেছেন।

৪) জ্যাক কালিস: ৯৭ ছক্কা

A hamstring injury is set to prevent Jacques Kallis playing in the third  Test against Australia | Cricket News | Sky Sports

সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকায় জ্যাক কালিসের নাম উল্লেখযোগ্য। এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার তার ক্যারিয়ারে অনেক বড় বড় কৃতিত্ব অর্জন করেছেন। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ (৪৫) সেঞ্চুরির মালিক তিনি। এই ফরম্যাটে তিনি ১৬৬ ম্যাচে ৯৭টি ছক্কা সহ ১৩,২৮৯ রান করেছেন।

৫) বীরেন্দ্র শেহবাগ: ৯১ ছক্কা

Virender Sehwag would've crossed 10,000 Test runs if he played for another  country” Rashid Latif

এই তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন নজফগড়ের নবাব বীরেন্দ্র শেহবাগ। প্রতিপক্ষ বোলারদের কাছে তিনি ছিলেন এক দুঃস্বপ্নের মতো। ক্রিজে যতক্ষণ টিকে থাকতেন বোলারদের অবস্থা শোচনীয় হত। এছাড়াও ভারতীয় হিসেবে দু’বার ট্রিপল সেঞ্চুরি ও ওয়ানডেতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ (২১৯) রানের ইনিংস খেলেছেন। বীরুর টেস্ট ক্যারিয়ারের কথা বললে, তিনি ১০৪ ম্যাচে ৯১টি ছক্কা সহ ৮,৫৮৬ রান করেছেন।