প্রশ্ন: মুকেশ আম্বানি ভারতে নয়, কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?

মুকেশ আম্বানির জন্ম কোন দেশে জানেন?

General Knowledge Quiz : ভারত তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির সম্পর্কে সাধারণ মানুষের কৌতুহল কম নয়। তবে জেনে অবাক হবেন মুকেশ আম্বানি জন্ম সূত্রে ভারতীয় নন, তাহলে তার জন্ম কোথায়? এই প্রতিবেদনে এমনই কয়েকটি অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে পাঠকদের উদ্দেশ্যে।

১) প্রশ্নঃ ভাস্কো-দা-গামা (Vasco da Gama) ভারতের কোন বন্দরে পদার্পণ করেছিলেন?
উত্তরঃ ১৪৯৮ সালে কালিকট বন্দরে ।

২) প্রশ্নঃ কোন শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কিসের দ্বারা?
উত্তরঃ পিতার ক্রোমোজোম দ্বারা।

৩) প্রশ্নঃ বিপ্লবী ক্ষুদিরাম বসুর (Khudiram Bose) ফাঁসি হয়েছিল কবে?
উত্তরঃ ১১ই আগস্ট ১৯০৮ সালে (বয়স ১৮)।

৪) প্রশ্নঃ গম উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলার প্রথম স্থান অধিকার করেছে?
উত্তরঃ মুর্শিদাবাদ জেলা।

৫) প্রশ্নঃ ডঃ আম্বেদকর (Dr. Ambedkar) সংবিধানের কোন ধারাটি কে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন?
উত্তরঃ ৩২ ধারাটিকে হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছেন।

৬) প্রশ্নঃ ‘বর্তমান ভারত’ কার বিখ্যাত রচনা?
উত্তরঃ স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda)।

Image

৭) প্রশ্নঃ ভারতের ইতিহাসে গুপ্তচর ব্যক্তির সূত্রপাত হয়েছিল কোন সময়ে?
উত্তরঃ মৌর্য যুগে (Maurya Empire)।

৮) প্রশ্নঃ কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটিয়েছিলেন?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত (Chandragupta II) এবং এই কারণে তিনি শকারি উপাধি গ্রহণ করেছিলেন।

৯) প্রশ্নঃ সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয়?
উত্তরঃ বল্লাল সেনকে (Ballal Sen) সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি বলা হয়। তিনি দানসাগর ও অদ্ভুত সাগর নামে দুটি বই লেখেন এবং এর পাশাপাশি কৌলিন্য প্রথার চালু করেছিলেন।

১০) প্রশ্নঃ মুকেশ আম্বানি (Mukesh Ambani) জন্মসূত্রে ভারতীয় নন, কোন দেশে জন্মেছিলেন তিনি?
উত্তরঃ মুকেশ আম্বানি জন্মসূত্রে ভারতীয় নন। আম্বানি পরিবার ইয়েমেন (Yemen) দেশে থাকাকালীন ১৯৫৭ সালে জন্ম হয়েছিল মুকেশ আম্বানির। যদিও তাঁর জন্মের পরেই আম্বানি পরিবার মুম্বই শহরে চলে আসেন।