কোন জিনিস ঠান্ডা জলে ঢালার পরেও গরম হয়ে যায়?

ঠান্ডা জলে ঢালার পরেও কোন জিনিস গরম হয়ে ওঠে?

General Knowledge Quiz : আপনি নিশ্চয়ই জানেন আজকাল সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি। এসএসসি, ব্যাংকিং অথবা রেলের পরীক্ষাগুলিতে এই ধরনের প্রশ্নগুলি বেশি আসে। সাধারণ জ্ঞান এমন একটা বিষয় যা পড়তে ভালো লাগে আবার মনে রাখার জন্য মুখস্ত করতে হয় না। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।

১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সব থেকে সস্তায় পেট্রোল পাওয়া যায়?
উত্তরঃ গোয়া।

২) প্রশ্নঃ চাঁদে জলের অস্তিত্ব প্রথম কোন দেশ খুঁজে বের করেছিল?
উত্তরঃ ভারতবর্ষ।

৩) প্রশ্নঃ আন্তর্জাতিক ম্যাচের ফুটবলে কোন গ্যাস ভরা হয়?
উত্তরঃ হাইড্রোজেন গ্যাস।

৪) প্রশ্নঃ কোন দেশে বিয়ে করলে ৩০ দিনের জন্য ছুটি দেওয়া হয়?
উত্তরঃ বর্তমান চীনের জনসংখ্যা বৃদ্ধি করার জন্য চাকরিজীবীরা বিয়ে করলে ৩০ দিনের জন্য ছুটি দেওয়া হয়।

৫) প্রশ্নঃ ভারতে ফুটবল খেলার প্রবর্তন কে শুরু করেছিলেন?
উত্তরঃ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী, যিনি ভারতের ফুটবল খেলার জনক নামে পরিচিত।

৬) প্রশ্নঃ মানুষের শরীরের কোন অঙ্গে কখনো ঘাম হয় না?
উত্তরঃ মানুষের ঠোঁটে কখনো ঘাম হয় না।

৭) প্রশ্নঃ তাজমহল তৈরির সময় কতজন শ্রমিক কাজ করেছিল?
উত্তরঃ প্রায় ২০ হাজার শ্রমিক।

৮) প্রশ্নঃ কোন মাছ কুমিরকে চিবিয়ে খেয়ে ফেলতে পারে?
উত্তরঃ টাইগার ফিশ।

Image

৯) প্রশ্নঃ ভারতের প্রথম মোবাইল ফোন কবে চালু হয়েছিল?
উত্তরঃ ১৯৯৫ সালে।

১০) প্রশ্নঃ কোন প্রাণী তার জিভ দিয়ে নিজের কান পরিষ্কার করতে পারে?
উত্তরঃ জিরাফ।

১১) প্রশ্নঃ কোন দেশের জাতীয় পতাকা সোজা রাখলেও যা হয় আবার উল্টে রাখলেও তাই হয়?
উত্তরঃ জাপানের পতাকা সোজা আর উল্টো একই হয়।

Image

১২) প্রশ্নঃ কাঠবিড়ালি শরীরের কোন অঙ্গ সবসময় বাড়তে থাকে?
উত্তরঃ দাঁত।

১৩) প্রশ্নঃ পৃথিবীতে মোট কয়টি দেশ রয়েছে?
উত্তরঃ পুরো পৃথিবীতে মোট ২৪০টি দেশ রয়েছে, কিন্তু জাতিসংঘ মাত্র ১৯৫টি দেশকে স্বীকৃতি দিয়েছে।

১৪) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে জেল থেকে কোন আসামি পালিয়ে গেলে তাকে আর অপরাধী বলা হয় না?
উত্তরঃ জার্মানি দেশে।

১৫) প্রশ্নঃ কোন জিনিস ঠান্ডা জলে ঢালার পরেও গরম হয়ে যায়?
উত্তরঃ শুকনো চুন ঠান্ডা জলে ঢালার পরেও গরম হয়ে যায়।