‘ডন’ ছবিতে অমিতাভ বচ্চনের থেকেও বেশি পারিশ্রমিক নিয়েছিলেন যে অভিনেতা

Don: শুধু অমিতাভের (Amitabh Bachchan) কেরিয়ারেই নয়, ইন্ডাস্ট্রির ঘরেও বড়োসড় লাভের মুখ দেখেছিল ‘ডন’ ছবিটি। মুক্তির দিন বক্স অফিসে হইচই পড়ে যায়। সেইসময় মাত্র ৭০ লক্ষ বাজেটের ছবিটি ৭ কোটি টাকার ব্যবসা করেছিল। ‘ডন কো পাকড়না মুশকিল হি নেহি, না মুমকিন হ্যায়…’ সত্তরের দশকে মুক্তিপ্রাপ্ত ‘ডন’ ছবির এই ডায়লগ (dialogue) আজও যেন ম্লান হয়নি। তবে এই ছবিকে ঘিরে তৎকালীন সময়ে নানা মজার ঘটনা ঘটেছিল। সেই গল্পই তুলে ধরা হল আজকের প্রতিবেদনে।

Image

যে সময় ছবিটি মুক্তি পায়, তত দিনে অমিতাভ সুপারস্টার (superstar) বনে গিয়েছেন। তাঁর জনপ্রিয়তা আর খ্যাতি তখন আকাশচুম্বি। তাই ‘ডন’ সিনেমাটিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করার জন্য অমিতাভ বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক হাকিয়েছিলেন। কিন্তু অনেকেরই হয়তো অজানা, এই ছবির নায়কের তুলনায় অনেক বেশি পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেতা প্রাণ (Pran)

Image

একটি মিডিয়া রিপোর্ট অনুসারে, ‘ডন’ ছবির জন্য অমিতাভ পারিশ্রমিক নেন ২.৫ লক্ষ টাকা। সেখানে প্রাণ তাঁর দুগুন অর্থাৎ প্রায় ৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে কেন? অমিতাভের বহু আগে থেকেই বলিউডে রাজত্ব করছিলেন প্রাণ। তাই তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না।

যেহেতু প্রান অমিতাভের থেকে তিনি বেশি অভিজ্ঞ অভিনেতা , তাই নায়ক হওয়া সত্ত্বেও অমিতাভ প্রাণের থেকে কম পারিশ্রমিক পান। ওই ছবিতে প্রাণের চরিত্রটি ছিল খোঁড়া। তবে আসল সিনেমাটি কিন্তু সেভাবে সাজানো হয়নি। তাহলে রাতারাতি ছবির স্ক্রিপ্ট বদল হওয়ার কারণ কী? এর পিছনেও রয়েছে মজার কারন। আসলে ছবির শ্যুটিং চলাকালীন পায়ে চোট পান প্রাণ।

Image

যার জন্যে ঠিকমতো হাঁটতে পারছিলেন না অভিনেতা। তাই তাকে যন্ত্রণায় কাতরাতে দেখে পরিচালক তড়িঘড়ি ছবির স্ক্রিপ্ট এ বদল ঘটান। যাতে শ্যুটিংয়ে কোনও সমস্যা না হয়। এর ফলে পায়ে চোট থাকা সত্ত্বেও নিজের সবটুকু নিংড়ে অভিনয় করেন প্রাণ। যার কারণে পরবর্তীতে ছবিটি বক্স অফিসে বিরাট সাফল্য অর্জন করে।