২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এই ৪ খেলোয়াড়কে আর দলে জায়গা দেননি ধোনি

যে ৪ ভারতীয় খেলোয়াড় ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আর সুযোগ পাননি

অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে ভারতীয় দল ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) চ্যাম্পিয়ন হয়। আসলে এই টুর্নামেন্টে ভারতীয় সিনিয়র খেলোয়াড়রা অংশ নিতে চাননি, তাই এই দলটি ছিল একেবারে তরুণ, কিন্তু এটাও সত্যি যে এই টুর্নামেন্টের পর বেশ কিছু খেলোয়াড়েরও ক্যারিয়ার শেষ হয়ে যায়।

১) অজিত আগারকার (Ajit Agarkar) : বর্তমান ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকার ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের অংশ ছিলেন এবং তিনটি ম্যাচ খেলেছিলেন। কিন্তু এই টুর্নামেন্টের পর তাকে আর কোনও ফরম্যাটে ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি।

২) যোগিন্দর শর্মা (Joginder Sharma) : ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রাতের হিরো ছিলেন যোগিন্দর শর্মা। ধোনির শেষ ওভারে তার হাতে বল তুলে দিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন। কিন্তু এই অনভিজ্ঞ বোলার শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তবে এটাই ছিল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

৩) রবিন উথাপ্পা (Robin Uthappa) : সাম্প্রতিক বছরগুলিতে আইপিএলে রবিন উথাপ্পা তার ব্যাটিংয়ের জাদু দেখিয়েছেন। তিনিও ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন। এমনকি পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই তার ব্যাট থেকে হাফ সেঞ্চুরি এসেছিল। তবে এই টুর্নামেন্টের পর বেশ কয়েকটি ম্যাচে দেখা গেলেও আর সেভাবে জায়গা করতে পারেননি।

৪) এস শ্রীশান্ত (S Sreesanth) : ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মিসবাহ উল হকের ক্যাচটি নিয়ে ভারতকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় অবদান রেখেছিলেন। কিন্তু এরপর সেভাবে তাকে আর টি-টোয়েন্টি ক্রিকেটে সুযোগ দেননি অধিনায়ক এমএস ধোনি। ২০১১ ওডিআই বিশ্বকাপেও মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এরপর ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে তার ক্যারিয়ার শেষ হয়ে যায়।