ভালোবেসে সংসার তো পেতেছেন, কিন্তু এখনো নিজের পদবী বদলাননি যে বলিউড সুন্দরীরা

বিয়ের পরেও পদবী বদলায়নি যে বলি অভিনেত্রীরা

বলা হয়, বিয়ে মানে জনম জনমের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হওয়া। দুটি মনের প্রেম যখন বিয়ের পিঁড়িতে ওঠে তখনই ভালোবাসা সার্থক হয়। বলিউডের বেশ কিছু সুন্দরীও ভালোবেসে তাদের জীবনসঙ্গীকে বেছে নিয়েছেন, কিন্তু এখনো তাদের পদবী বদলাননি। যেহেতু ভারতীয় সংস্কৃতিতে মেয়েদের বিয়ের পর স্বামীর পদবী গ্রহণ করতে হয়, কিন্তু এখনো তারা নিজের পদবীই ব্যবহার করে চলেছেন, এবার দেখে নেওয়া যাক।

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif): বিয়ের আগে ক্যাটরিনার বেশ কিছু অভিনেতার সাথে নাম জড়ালেও শেষ পর্যন্ত গলায় মালা দেন ভিকি কৌশলকে। দীর্ঘ ২ বছর চুটিয়ে প্রেম করার পর ২০২১ সাল নাগাদ রাজস্থানের বারওয়ারা ফোর্টে একসূত্রে বাঁধা পড়েছিলেন এই দুই তারকা। দুজনেই ভিন্ন ধর্ম থেকে। কিন্তু বিয়ের পরে ক্যাট তার পদবি পরিবর্তন করেননি।

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone): দীপিকা-রণবীরের সঙ্গে ৬ বছরের সম্পর্কের পর তা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ইতালীতে সম্পূর্ণ পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। তবে বিয়ের পর দীপিকা তার পদবি পরিবর্তন করেননি। এখনও দীপিকা পাড়ুকোন নামেই পরিচিত।

অনুষ্কা শর্মা (Anushka Sharma): ২০১৭ সালে ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেন অনুষ্কা। কিন্তু তার বিয়ের পর, তার নামের পরে কোহলি উপাধি যোগ করেননি। বছর খানেক আগেই এই দম্পতি এক ফুটফুটে কন্যা সন্তানের বাবা মা হয়েছেন।

বিদ্যা বালান (Vidya Balan): বলিউডের প্রথম সারির এক অভিনেত্রী। যিনি ২০১২ সালে পরিচালক সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করার পরও তার পদবি পরিবর্তন করেননি। আজও তিনি ত বিদ্যা বালান নামটি সমস্ত ক্ষেত্রে ব্যবহার করে চলেছেন।

টুইঙ্কেল খান্না (Twinkle Khanna): অক্ষয়-টুইঙ্কেল জুটি বলি ইন্ডাস্ট্রির সবচেয়ে সুখী দম্পতির মধ্য অন্যতম। তাদের বিয়ের পর তিনিও নামের সাথে তার উপাধি যোগ করেননি। এ বিষয়ে টুইঙ্কল বলেন যে, তিনি অক্ষয়কে বিয়ে করেছেন, কোনও ব্র্যান্ডকে নয়।

আলিয়া ভাট (Alia Bhatt): প্রায় পাঁচ বছর সম্পর্কে থাকার পর ২০২২ সালে রণবীর কাপুরের সাথে সাতপাকে বাঁধা পড়েন আলিয়া ভাট। সম্প্রতি মহেশ কন্যা মাও হয়েছেন, কিন্তু এখনো আলিয়া তার বাবার পদবী ‘ভাট’ ব্যবহার করে চলেছেন।