GK কুইজ: A to Z তৈরি হয় টাটা কোম্পানিতে, শুধুমাত্র একটি জিনিস বাদে! কোনটি জানেন?

শুধুমাত্র একটি জিনিস বাদে টাটা কোম্পানিতে সবই তৈরি হয়, জানেন কোনটি?

Interview Questions: কোনও নামি প্রতিষ্ঠানে বড় পদে চাকরি করা প্রতিটি ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে। কিন্তু তার জন্য প্রয়োজন ভাল ভাবে চাকরির পরীক্ষায় উর্তীর্ণ হওয়া। এজন্য তাদের বিশেষভাবে প্রস্তুতি নিতে হয়। পরীক্ষায় পাশ করার পর যখন ইন্টারভিউতে ডাকা হয়। এইসময় প্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করা হয় যার ফলে অনেকেই ঘাবড়ে যান। যদিও প্রশ্নগুলি কঠিন মনে হলেও তার উত্তর প্রশ্নের মধ্যেই থাকে। এবার এমন কিছু প্রশ্নের উত্তর-সহ একটি তালিকা দেখে নেওয়া যাক…

১) প্রশ্নঃ কার গাড়িতে নম্বর প্লেট থাকে না?
উত্তরঃ রাষ্ট্রপতি।

২) প্রশ্নঃ কোন প্রাণী এক চোখ খোলা রেখে ঘুমায়?
উত্তরঃ ডলফিন।

৩) প্রশ্নঃ কোন শহর ইলেক্ট্রনিক সিটি নামে পরিচিত?
উত্তরঃ ব্যাঙ্গালোর (Bangalore)।

৪) প্রশ্নঃ মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) ছবি নোটে ছাপা হয়েছিল কবে?
উত্তরঃ ১৯৬৯ সালে।

৫) প্রশ্নঃ তাজমহল কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ যমুনা নদী (Yamuna)।

৬) প্রশ্নঃ সর্বপ্রথম হীরা কোন দেশে আবিষ্কৃত হয়েছিল?
উত্তরঃ ভারত।

৭) প্রশ্নঃ সীতা মাতা কত দিন লঙ্কায় অবস্থান করেছিলেন?
উত্তরঃ ৪৩৫ দিন।

৮) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সাপের তেল দিয়ে সবজি তৈরি করা হয়?
উত্তরঃ সিকিম (Sikkim)।

৯) প্রশ্নঃ একজন মানুষ সারা জীবনে কত GB মস্তিষ্কে সঞ্চয় করে?
উত্তরঃ প্রায় ১০ লাখ GB

১০) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম? 
উত্তরঃ ভারতের সবচেয়ে কম জনঘনত্বযুক্ত রাজ্য হল অরুণাচল প্রদেশ (১৭ জন প্রতি বর্গ কিমি)।

১১) প্রশ্নঃ কোন দেশে একটি সংবাদ চ্যানেল নেই?
উত্তরঃ গ্রীস।

১২) প্রশ্নঃ আইনজীবীরা কেন শুধু কালো কোট পরেন?
উত্তরঃ কালো কোটে শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসী দেখায়।

১৩) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের রাষ্ট্রপতির মেয়াদ মাত্র এক বছর?
উত্তরঃ সুইজারল্যান্ড (Switzerland)।

১৪) প্রশ্নঃ সিগারেটের বাংলা কি?
উত্তরঃ ধূমপান দণ্ড।

১৫) প্রশ্নঃ A to Z তৈরি হয় টাটা কোম্পানিতে (Tata Company), শুধুমাত্র একটি জিনিস বাদে! কোনটি জানেন?
উত্তরঃ মাদক জাতীয় দ্রব্য (সিগারেট, অ্যালকোহল)।