ইন্টারভিউ প্রশ্ন: এমন কোন জিনিস যার নাম নিলেই সেটি ভেঙে যায়?

Interview Questions: সম্প্রতি ইন্টারভিউ এর প্রশ্নগুলি প্রায় খবরের শিরোনামে থাকে। এখানে সাধারণ জ্ঞানের পাশাপাশি বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন করা হয়। আবার কখনো কখনো প্রার্থীর উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ে। বিগত কয়েক বছরে এমন কিছু প্রশ্ন করা হয়েছিল তা এবার উত্তর সহ দেখে নেওয়া যাক।

১) প্রশ্ন: যানবাহনের ধোঁয়া থেকে নির্গত ক্ষতিকারক গ্যাস কোনটি?
উত্তর: সিসা।

২) প্রশ্ন: বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়?
উত্তর: ২১শে মার্চ।

৩) প্রশ্ন: ইউরোপের প্রথম শিল্প বিপ্লব কোন দেশে ঘটে?
উত্তর: ইংল্যান্ড।

৪) প্রশ্ন: মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার?
উত্তর: তৃতীয় শ্রেণীর।

৫) প্রশ্ন: বিষের বাঁশি কাব্যটি কার লেখা?
উত্তর: নজরুল ইসলাম।

৬) প্রশ্ন: জাতির মেরুদন্ড হিসেবে তাদের চিহ্নিত করা হয়েছে?
উত্তর: শিক্ষকদের।

৭) প্রশ্ন: নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি?
উত্তর: রেংমা।

Image

৮) প্রশ্ন: কোন রাজ্যে বসবাসকারী তপশিলি জাতির জনসংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর: মধ্যপ্রদেশ।

৯) প্রশ্ন: কত সালে সূর্য সেনের ফাঁসি হয়?
উত্তর: ১৯৩৪ সাল।

১০) প্রশ্ন: দিলওয়ারা মন্দির কোন রাজ্যে অবস্থিত.
উত্তর: রাজস্থান।

১১) প্রশ্ন: দিল্লি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: যমুনা।

১২) প্রশ্ন: কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: রাজামুন্দ্রিতে (অন্ধ্রপ্রদেশ)।

১৩) প্রশ্ন: ভারতবর্ষের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি?
উত্তর: পরমবীরচক্র।

Image

১৪) প্রশ্ন: সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয়েছিল?
উত্তর: ২০০০ সালে।

১৫) প্রশ্ন: কোন জিনিসের নাম নিলেই সেটা ভেঙে যায়?
উত্তর: নীরবতা (বিভ্রান্ত করার জন্যই প্রার্থীকে এমন প্রশ্ন করা হয়েছিল)।