‘আদিপুরুষ’ যেখানেই মুক্তি পাবে সেখানকার একটি সিট খালি রাখা হবে, কেন জানলে গর্বিত হবেন

যে কারণে ‘আদিপুরুষ’ সিনেমা চলার সময় একটি করে সিট খালি রাখা হবে

বহু প্রতীক্ষার ছবি মুক্তি পাচ্ছে ‘আদিপুরুষ’ (Adipurush)। যা নিয়ে মানুষের উত্তেজনাও চোখে পড়ার মত। তবে পর্দায় পৌরাণিক চরিত্রদের চেহারা নিয়েই বার বার সমালোচনার মুখে পড়েতে হয়েছে এই ছবিকে। এও শোনা যাচ্ছে, হনুমানের সঙ্গেই নাকি দেখতে পাবেন ‘আদিপুরুষ’! মাল্টিপ্লেক্সেও ফুল দিয়ে বিশেষ সেই আসন পাতার ব্যবস্থা করা হয়েছে।

Image

‘আদিপুরুষ’ ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস (Prabhas)। সীতার চরিত্রে কৃতি স্যানন (Kriti Sanon)। রাবণের চরিত্রে আছেন সইফ আলি খান (Saif Ali Khan)। আগামীকাল হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত এই ছবি। যা ঘিরে দর্শকদের উন্মাদনাও দেখার মত।

আগামী কাল অর্থাৎ ১৬ জুন দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। তার আগে একের পর এক সারপ্রাইজ দিয়ে দর্শকদের উন্মাদনা জিইয়ে রাখতে চাইছেন নির্মাতারা। তার মধ্যে অন্যতম বজরংবলীর জন্য আসন উৎসর্গ করা। এটা নিঃসন্দেহে একটা অভিনব উদ্যোগ।

 

Image

এক বিবৃতি প্রকাশ করা হয়েছে নির্মাতাদের তরফে জানান হয়েছে যে ‘যেখানেই রামায়ণ পাঠ হয় প্রভু হনুমান সেখানেই উপস্থিত হন, এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাসকে মান্যতা দিয়েই যে যে সিনেমা হলে আদিপুরুষ চলবে প্রতিটিতে একটি করে আসন হনুমানজির জন্য উৎসর্গ করতে হবে।’

সেই আসনে হনুমানের মূর্তি বা ছবি রাখা হবে, নিয়মিত দেওয়া হবে ফুল। এখনো পর্যন্ত ভারতীয় চলচ্চিত্রের সবথেকে বেশি বাজেটের ছবিগুলির মধ্যে অন্যতম হতে চলেছে আদিপুরুষ। আনুমানিক ৫০০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে এই ছবি। ইতিমধ্যেই নাকি ৮৫ শতাংশ অর্থাৎ প্রায় ৪৩২ কোটি টাকা তুলে ফেলেছেন নির্মাতারা।

এই ছবিটির পরিচালকের মনের খুব কাছের কারণ তিনি হনুমানজীর ভক্ত।পরিচালক প্রত্য়েক প্রযোজক এবং ডিসট্রিবিউটারদের কাছে একটি আর্জি জানান যে, প্রত্যেক সিনেমাহলে একটি করে সিট ভগবান হনুমানের জন্য উৎসর্গ করা হোক।