বলুন তো এই ছবিতে থাকা বালকটির নাম কী হতে পারে? উত্তর দিতে বুদ্ধিজীবীরাও ফেল!

ছবিতে থাকা এই বালকটির নাম কী হতে পারে

Brain Teaser: আজকাল সোশ্যাল মিডিয়ায় একঘেয়েমি দূর করতে অনেকেই ধাঁধার ছবি গুলিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন। এগুলি যেমন মজাদার তেমন আকর্ষণীয়ও। এর পাশাপাশি কারোর আইকিউ ক্ষমতা বোঝার একটি ভালো উপায়। যাইহোক এই প্রতিবেদনে তেমনি একটি ধাঁধা নিয়ে আসা হয়েছে!

ছবিতে দেখতে পাচ্ছেন একটি সুন্দর বালক ও তার পাশে রয়েছে দুটি সাংকেতিক চিহ্ন, একটি আংটির ছবি ও আরেকটি একটি অ্যাপের লোগো। এবার এই সাংকেতিক চিহ্ন দুটিকে মিলিয়ে বলতে হবে, বালকটির নাম কী হবে? তবে আপনি যদি ইতিমধ্যেই বুঝতে পারেন, তাহলে মানতেই হবে আপনার মস্তিষ্ক খুবই দ্রুত চলে। 

দাবি করা হয়েছে, এই ধাঁধার সমাধান করতে অনেক বুদ্ধিজীবীরাও ব্যর্থ হয়েছেন। তবে আপনি যদি এই ধাঁধার সমাধান করতে পারেন, তাহলে মানতেই হবে আপনি একজন জিনিয়াস এবং আপনার বুদ্ধির প্রশংসা করতেই হয়। আসলে এ জাতীয় ধাঁধার মধ্যে এমন কিছু লুকিয়ে থাকে, যা একটু ভিন্নভাবে চিন্তা করলেই রহস্যের সমাধান হয়। 

কিন্তু এখনো যারা এই ধাঁধার সমাধান করতে পারেননি, তাদের চিন্তা করার কিছু নেই আমরা বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি। ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখুন। সাংকেতিক চিহ্ন হিসেবে রয়েছে একটি আংটি যাকে ইংরেজিতে রিং (Ring) বলে। আর তার নিচেই রয়েছে একটি সোশ্যাল অ্যাপের লোগো, যার নাম কু (Koo)। এবার নিশ্চয়ই বুঝতে পারেছেন, বালকটির নাম কী হবে?

কিন্তু এখনো যাদের মগজাস্ত্র কাজ করেনি, তাদের সুবিধার্থে বুঝিয়ে দেয়া হলো। ওই দুটি সাংকেতিক চিহ্ন মিলিয়ে হয় রিং+কু=রিঙ্কু। সুতরাং বালকটি নাম হবে ‘রিঙ্কু’। মনোবিজ্ঞানীদের মতে, নিয়মিত ধাঁধার সমাধানের মাধ্যমে সৃজনশীল দক্ষতা বৃদ্ধি পায় এবং এগুলি মস্তিষ্কের জন্য ভালো ব্যায়ামও। এই ধাঁধাটি আপনার ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।