কুইজ : কোন রানী সিংহাসনের লোভে তার ভাইদের বিয়ে করে হত্যা করেছিলেন?

সিংহাসনের লোভে কোন রানী তার ভাইদের বিয়ে করেন?

General Knowledge Quiz : সাধারণ জ্ঞান এমন একটি বিষয় যা মানুষের নলেজকে বৃদ্ধি করতে সাহায্য করে। এমন কি এটি যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও জিজ্ঞাসা করা হয়। আপনি এতে সফল হলে তবেই চাকরির নিয়োগ পত্র পেতে পারেন। সুতরাং, এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ টাইটানিক (Titanic) জাহাজের প্রথম শ্রেণীর টিকিটের মূল্য কত ছিল জানেন?
উত্তরঃ ৪৩৫০ ডলার, যা আজকের হিসেব অনুযায়ী সাড়ে ৩ লক্ষ টাকারও বেশি ছিল।

২) প্রশ্নঃ ভারতের কোন ট্রেনকে পথ দেওয়ার জন্য রাজধানী বা শতাব্দী এক্সপ্রেসকেও থামতে হয়?
উত্তরঃ ভারতের জরুরীকালীন ট্রেন, যার নাম দুর্ঘটনা ত্রাণ চিকিৎসা সরঞ্জাম বা অ্যাক্সিডেন্ট রিলিফ মেডিকেল ইক্যুইপমেন্ট (ARME) ট্রেন।

৩) প্রশ্নঃ পশ্চিমবঙ্গ তথা ভারতের একমাত্র স্কুল যা রবিবারেও খোলা থাকে?
উত্তরঃ পূর্ব বর্ধমানের জামালপুরে অবস্থিত গোপালপুর মুক্তকেশী বিদ্যালয় (Gopalpur Muktkeshi School) রবিবারেও খোলা থাকে। ব্রিটিশ আমলে এই বিদ্যালয়টির অনেক গুরুত্ব রয়েছে।

৪) প্রশ্নঃ ব্রিটিশরা ভারতের কোন দুর্গটিকে কখনও জয় করতে পারেনি?
উত্তরঃ রাজস্থানের লোহারগড় দুর্গ (Lohargarh Fort), এটি ভারতের একমাত্র অপরাজেয় দুর্গ।

৫) প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম মহাসড়ক কোনটি জানেন?
উত্তরঃ প্যান আমেরিকান হাইওয়ে (Pan American Highway), যার দৈর্ঘ্য ৩০ হাজার কিলোমিটার।

Image

৬) প্রশ্নঃ জানেন বাংলায় ‘Bus’ কী বলা হয়?
উত্তরঃ বাস শব্দের বাংলা হচ্ছে ‘যাত্রীবাহী বড় মোটর গাড়ি’।

৭) প্রশ্নঃ ভারতের সবচেয়ে ধীরগতির ট্রেন কোনটি?
উত্তরঃ নীলগিরি এক্সপ্রেস (Nilgiri Express), যার গতিবেগ ঘন্টায় মাত্র ১০ কিলোমিটার।

৮) প্রশ্নঃ ভারতের কোন প্রতিবেশী দেশ কখনো স্বাধীনতা দিবস পালন করে না?
উত্তরঃ নেপাল একমাত্র দেশ যে কখনো বিদেশীদের দাস ছিল না। সুতরাং তারা চিরকালই স্বাধীন।

৯) প্রশ্নঃ ভারতের কোথায় ‘বুলেট বাইক’ এর মন্দির রয়েছে?
উত্তরঃ রাজস্থানের যোধপুর-পালি হাইওয়ের কিছু দূরে বুলেট বাইকের একটি মন্দির রয়েছে। যার নাম বুলেট বাবা মন্দির (Bullet Baba Mandir)।

Image

১০) প্রশ্নঃ কোন রানী সিংহাসনের লোভে তার ভাইদের বিয়ে করে হত্যা করেন?
উত্তরঃ মিশরের রানী ক্লিওপেট্রা (Queen Cleopatra) যিনি সিংহাসনের লোভে তার ভাইদের বিয়ে করেছিলেন এবং এর কিছু পরেই ষড়যন্ত্র করে তার ভাইদের হত্যা করেছিলেন।