মেয়েদের কোন জিনিসটা শুধুমাত্র মেয়েরাই দেখতে পায়, ছেলেরা পায় না?

এমন কোন জিনিস মেয়েদের শুধু মেয়েরা দেখতে পায়, ছেলেরা পায় না?

Interview Questions : যে সকল ছাত্র-ছাত্রীরা চাকরির লিখিত পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউ এর জন্য ডাক পান, তাদের বিশেষভাবে প্রস্তুতি নিতে হয়। আসলে ইন্টারভিউ চলাকালীন এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করা হয় যা শুনে প্রার্থীরা ঘাবড়ে যান। তবে ঠান্ডা মাথায় ভাবলে আপনিও উত্তর দিতে পারবেন। এই প্রতিবেদনে কয়েকটি অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ অনেকগুলো দাঁত আছে, কিন্তু সে কিছু খেতে পারে না বলুন তো সে কে?
উত্তরঃ চিরুনি।

২) প্রশ্নঃ কোন দেশে ২০ হাজার টাকা নোট চলে?
উত্তরঃ ইন্দোনেশিয়ায়। জানিয়ে রাখি, ওই ২০ হাজার টাকার নোটে ভগবান গণেশের ছবি রয়েছে।

৩) প্রশ্নঃ কোন দেশের জাতীয় সঙ্গীতে কোন শব্দ নেই?
উত্তরঃ স্পেন।

৪) প্রশ্নঃ কোন দেশে মানুষ থাকে না, সেই দেশটা বাজারে বিক্রি হয়?
উত্তরঃ সন্দেশ।

৫) প্রশ্নঃ ভারত ছাড়া কোন দেশের জাতীয় ফুল পদ্ম?
উত্তরঃ ভিয়েতনাম।

৬) প্রশ্নঃ ডিমের কুসুমে কোন ভিটামিন থাকে?
উত্তরঃ ভিটামিন ই।

৭) প্রশ্নঃ জিনিস ভিজে থাকলে ১কেজি, শুকিয়ে গেলে দু কেজি ও আগুনে পোড়ালে ৩ কেজি, সেটা কী?
উত্তরঃ সালফার।

Image

৮) প্রশ্নঃ কোন ফলটির মধ্যে বিষ পাওয়া যায়?
উত্তরঃ আপেলের বীজের মধ্যে।

৯) প্রশ্নঃ Colgate কোন দেশের কোম্পানি?
উত্তরঃ আমেরিকা।

১০) প্রশ্নঃ কোন প্রাণী একবার ঘুমালে আর জাগেনা অর্থাৎ মারা যায়?
উত্তরঃ পিঁপড়ে।

১১) প্রশ্নঃ মানুষের শরীরের কোন অংশে রক্ত পাওয়া যায় না?
উত্তরঃ চোখের কর্নিয়াতে।

Image

১২) প্রশ্নঃ মেয়েদের শরীরের কোন জিনিসটা আপনি দেখতে পারেন কিন্তু ধরতে পারেন না?
উত্তরঃ ছায়া।

১৩) প্রশ্নঃ কোন জিনিসটি মানুষ জন্মের আগে খায়?
উত্তরঃ ডিম।

১৪) প্রশ্নঃ কোন জিনিসটা মেয়েদের বিয়ের পর পাল্টে যায়?
উত্তরঃ পদবী ও ঠিকানা।

১৫) প্রশ্নঃ মেয়েদের কোন জিনিসটা শুধুমাত্র মেয়েরাই দেখতে পায়, ছেলেরা দেখতে না?
উত্তরঃ যার স্বপ্ন শুধুমাত্র সেই দেখতে পারে অন্য কেউ দেখতে পারে না (বিভ্রান্ত করার জন্য মেয়ের প্রসঙ্গ ঢুকিয়ে দেয়া হয় প্রশ্নের মধ্যে)।