GK কুইজ : স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম শহীদ হয়েছিলেন একজন বাঙালি, জানেন তিনি কে?

ভারতের স্বাধীনতার ইতিহাসে প্রথম শহীদ হয়েছিলেন একজন বাঙালি

General Knowledge Quiz: সরকারি হোক বা বেসরকারি যেকোন পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি জেনে রাখা উচিত। কারণ এসএসসি, ব্যাঙ্কিং বা রেলওয়ের পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন বেশি করা হয়। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু সম্ভাব্য পরীক্ষার প্রশ্নসহ উত্তর নিয়ে আসা হয়েছে এবার দেখে নিন।

১) প্রশ্নঃ কোন প্রাণীর মাথা নেই কিন্তু চোখ আছে?
উত্তরঃ কাঁকড়া।

২) প্রশ্নঃ বুদ্ধিমানের ফল কোন ফলকে বলা হয়?
উত্তরঃ কলা।

৩) প্রশ্নঃ চাঁদে পৌঁছাতে কতদিন সময় লাগে?
উত্তরঃ ৩ দিন।

৪) প্রশ্নঃ ট্রেন থামানোর জন্য কোন রং ব্যবহার করা হয়?
উত্তরঃ লাল রঙ।

৫) প্রশ্নঃ কোন দেশের মানুষ সবচেয়ে বেশি পূজা করে?
উত্তরঃ ভারত।

৬) প্রশ্নঃ ভারতের সবচেয়ে চওড়া নদী কোনটি?
উত্তরঃ ব্রহ্মপুত্র নদ।

৭) প্রশ্নঃ হাওয়া মহল কোন শহরে অবস্থিত?
উত্তরঃ জয়পুর।

Image

৮) প্রশ্নঃ কোন প্রাণীর নয়টি মস্তিষ্ক রয়েছে?
উত্তরঃ অক্টোপাস।

৯) প্রশ্নঃ ভারতের জাতীয় সংগীত প্রথমবার কোথায় গাওয়া হয়েছিল?
উত্তরঃ কলকাতা (২৭ ডিসেম্বর, ১৯১১ সাল)।

১০) প্রশ্নঃ পৃথিবীর সব থেকে দয়ালু প্রাণী কোনটি?
উত্তরঃ হাতি।

১১) প্রশ্নঃ ফলের রানী কাকে বলা হয়?
উত্তরঃ লিচু।

১২) প্রশ্নঃ ইন্ডিয়া গেট ভারতের কোন শহরে অবস্থিত?
উত্তরঃ নতুন দিল্লিতে।

১৩) প্রশ্নঃ পৃথিবীতে সবচেয়ে বেশি গাছ কোন দেশে আছে?
উত্তরঃ রাশিয়ায়।

১৪) প্রশ্নঃ বাড়িতে কোন গাছ লাগালে সব আসে না?
উত্তরঃ সর্পগন্ধা।

১৫) প্রশ্নঃ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম শহীদ হয়েছিলেন একজন বাঙালি, জানেন তিনি কে?
উত্তরঃ ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ক্ষুদিরাম বসু (Khudiram Bose) হলেন প্রথম শহীদ, যাকে ফাঁসি দেওয়া হয়েছিল (১৯০৮ সাল)। তখন তার বয়স ছিল মাত্র ১৯ বছর।