৭ ভারতীয় ক্রিকেটার যারা টেস্টে দু’হাজার রান সহ ১০০টির বেশি উইকেট নিয়েছেন

ক্রিকেট মানেই একটি পরিসংখ্যানের খেলা আর এই খেলায় প্রতিটি বিষয়কে খুবই গুরুত্ব দেওয়া হয়। ক্রিকেট দলে একজন বিশেষ অলরাউন্ডারের খোঁজ থাকে, যারা ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই সমান পারদর্শী হন। এই প্রতিবেদনে এমন ৭ জন ভারতীয় ক্রিকেটারের কথা বলা হয়েছে যারা টেস্টে দু’হাজার রান সহ ১০০টির বেশি উইকেট নিয়েছেন। এবার দেখে নেওয়া যাক:

১) বিনু মানকড়:

Birth Anniversary Special: Vinoo Mankad, India's Record-setting But Forgotten All-rounder

৫০-৬০ দশকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা বিনু মানকড় একজন ওপেনার হওয়ার পাশাপাশি স্পিন বোলিংয়েও যথেষ্ট কার্যকরী ছিলেন। তিনি ৪৪টি টেস্টে পাঁচটি সেঞ্চুরিসহ ২১০৯ রান করেন ও তার সর্বোচ্চ স্কোর ২৩২ রান। এছাড়া বল হাতে ১৬২টি উইকেট নিয়েছেন।

২) কপিল দেব:

Kapil Dev says he was better athlete than Richard Hadlee, Ian Botham and Imran Khan - myKhel

১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব তার সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন। তিনি বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি টেস্টে ৪০০-র বেশি উইকেট ও ৫ হাজারেরও বেশি রান করেছেন। পরিসংখ্যানের কথা বললে, কপিল দেব ১৩১ টেস্টে আটটি সেঞ্চুরিসহ ৫২৪৮ রান করেন ও ৪৩৪টি উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং ফিগারটি হলো ৯-৮৩ উইকেট।

৩) রবি শাস্ত্রী:

Image

১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য রবি শাস্ত্রীও এই তালিকায় রয়েছেন। তিনি একজন অলরাউন্ডার ডানহাতি ব্যাটসম্যান ছিলেন। ২০১৭ থেকে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি ভারতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। রবি শাস্ত্রী ভারতের হয়ে ৮০ টেস্টে এগারোটি সেঞ্চুরিসহ ৩৮৩০ রান করেছেন। তার সর্বোচ্চ স্কোর ২০৬ রান। এর পাশাপাশি বল হাতে তুলে নিয়েছেন ১৫১টি উইকেট।

৪) অনিল কুম্বলে:

Image

ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার অনিল কুম্বলে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ বছর প্রতিনিধিত্ব করেছেন। তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচও ছিলেন। তার পরিসংখ্যানের কথা বললে, অনিল কুম্বলে ১৩২ টেস্টে একটি সেঞ্চুরিসহ ২৫০৬ রান ও বল হাতে নিয়েছেন ৬১৯টি উইকেট। এছাড়াও একটি টেস্ট ইনিংসে তিনি ১০টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।

৫) হরভজন সিং:

Image

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন হরভজন সিং। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক নিয়ে প্রথম ভারতীয় বোলার হয়েছিলেন। তবে অশ্বিন-জাদেজার আসার পরই ভারতীয় দলে সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়ে। যাইহোক তার পরিসংখ্যানের কথা বললে, ১০৩ টেস্টে তিনি দুটি সেঞ্চুরিসহ ২২২৪ রান করেন ও ৪১৭টি উইকেট নিয়েছেন।

৬) রবীচন্দ্রন অশ্বিন:

Image

এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের দুর্দান্ত অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন। একধারে তার স্পিনের জাদুতে উইকেট নেওয়ার পাশাপাশি লোয়ার অর্ডারে নেমেও দলের স্কোরকে বাড়াতে সক্ষম তিনি। পরিসংখ্যানের কথা বললে, ৮৪ টেস্টে পাঁচটি সেঞ্চুরিসহ ২৮৪৪ রান করেছেন ও বল হাতে ৪৩০টি উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ভারতীয় বোলার হয়েছেন।

৭) রবীন্দ্র জাদেজা:

Image

বর্তমান ভারতীয় দলের তিন ফরম্যাটেই একজন গুরুত্বপূর্ণ সদস্য রবীন্দ্র জাদেজা, যিনি দুর্দান্ত ফিল্ডার হওয়ার পাশাপাশি ব্যাট হাতেও দ্রুত রান করতে পারেন। এদিকে বল হাতেও উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে তার। জাদেজার পরিসংখ্যানের কথা বললে, তিনি ৫৭ টেস্টে একটি সেঞ্চুরিসহ ২১৯৫ রান করেছেন। এদিকে বল হাতে তুলে নিয়েছেন ২৩২টি উইকেট।