বলিউডের হতভাগী ৬ অভিনেত্রী যারা অল্প বয়সে বিধবা হয়েছিলেন

অল্প বয়সে স্বামীকে হারিয়েছেন বলিউডের যে ৬ জন অভিনেত্রী

সাধারণ মেয়েদের মত বলিউড নায়িকাদেরও স্বপ্ন থাকে বিয়ে করে স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করার। কিন্তু সিনেমার শেষটা যেমন সুখের দেখানো হয়। আদতে বলিউড (Bollywood) নায়িকাদের বাস্তব জীবনটা হয় তার থেকে পুরোটাই আলাদা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ কিছু অভিনেত্রী এমন আছেন যারা খুব অল্প বয়সে স্বামীকে হারিয়েছেন। আজকের এই প্রতিবেদনে এমনই ৬ অভিনেত্রীর নাম তুলে ধরা হল।

রেখা (Rekha): রেখা লাভ লাইফ এবং বিয়েতে বারবার আঘাত পেয়েছেন। বিনোদ মেহেরাকে বিয়ে করেছিলেন কিন্তু শ্বশুরবাড়িতে মর্যাদা পাননি। এরপর তিনি বিয়ে করেন ব্যবসায়ী মুকেশ আগারওয়ালকে। বিয়ের কিছুদিন পরই তার স্বামী আত্মহত্যা করেন।

Image

কায়াকশন প্যাটেল (Kahkashan Patel): এই বলিউড অভিনেত্রী বিয়ে করেন ব্যবসায়ী আরিফ পাটেলকে। তার দুই ছেলে নিয়ে তাদের চারজনের খুবই সুখের সংসার ছিল। কিন্তু ২০১৮ সালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন আরিফ। শেষ চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। বর্তমানে তিনি দুই সন্তানকে একা হাতে মানুষ করছেন অভিনেত্রী।

লীনা চন্দভারকর (Leena Chandavarkar): ‘মন কা মীত’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ লীনার। তিনি ১৯৭৫ সালে সিদ্ধার্থ বান্দোদকরকে বিয়ে করেন। কিন্তু লীনার প্রথম বিয়েটা সুখের হয়নি। কারণ তার বিয়ের পরই পরই তার স্বামী মারা যান। এরপর তিনি কিশোর কুমারকে বিয়ে করেন। কিন্ত লীনার বয়স যখন মাত্র ৩৭ বছর তখন কিশোর কুমার মারা যান।

শান্তিপ্রিয়া (Shantipriya): শান্তিপ্রিয়া হলেন অক্ষয় কুমারের প্রথম ছবির নায়িকা। তারা দুজনে একসঙ্গে ‘সৌগন্ধ’ ছবিতে কাজ করেছিলেন। শান্তিপ্রিয়া বিয়ে করেন অভিনেতা সিদ্ধার্ত রায়কে। কিন্তু বিয়ের পাঁচ বছরের মাথায় সিদ্ধার্ত পরলোক গমন করেন তখন শান্তিপ্রিয়ার বয়স ছিল মাত্র ৩৫ বছর।

বিজয়েতা পন্ডিত (Vijayta Pandit): বলিউড ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী ছিলেন বিজয়েতা। ১৯৯০ সালে তিনি প্লেব্যাক সিঙ্গার এবং সুরকার আদেশ শ্রীবাস্তবকে বিয়ে করেন। তাদের দুই পুত্র সন্তানও রয়েছে। তবে ২০১৫ সালে কর্কট আক্রান্ত হয়ে আদেশ মারা যান।

শেহনাজ গিল (Shehnaaz Gill): শেহেনাজ এবং সিদ্ধার্থ শুক্লার প্রেম কাহিনীটিও খুবই মর্মান্তিক। টেলিভিশনের জনপ্রিয় এই দুই তারকা বিগ বস সিজন ১৩তে প্রতিযোগিতা চলার সময় প্রেমে পড়েন। তারা খুব তাড়াতাড়ি বিয়েও করতেন। কিন্তু বিয়ের কয়েক মাস আগেই সিদ্ধার্থ হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান। যদিও শেহনাজ এখন সিঙ্গেলই আছেন।