৬ ভারতীয় ক্রিকেটার যারা ODI বিশ্বকাপ, T20 বিশ্বকাপ ও IPL শিরোপা জিতেছেন

দুই বিশ্বকাপ এবং আইপিএল জিতেছেন যে ৬ জন ভারতীয় খেলোয়াড়

Indian cricketers: যেকোন খেলোয়াড়ের জন্য, ট্রফি বা পদক জেতাই চূড়ান্ত লক্ষ্য থাকে। এই সম্মানই একজন খেলোয়াড়ের ক্যারিয়ারকে পূর্ণতা দেয়। তবে ভারতের ক্রিকেটারদের দৃষ্টিভঙ্গিতে ICC 50-ওভারের বিশ্বকাপ, T20 বিশ্বকাপ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ IPL হল সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এই প্রতিবেদনে এমন ৬ ভারতীয় ক্রিকেটারের কথা বলা হয়েছে যারা ৫০ ও ২০ ওভারের বিশ্বকাপ এবং আইপিএল শিরোপা জিতেছেন।

১) মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni):

প্রাক্তন ভারতীয় অধিনায়ক এমএস ধোনির সমস্ত আইসিসি ট্রফি জেতার রেকর্ড রয়েছে। এমনকি আইপিএলে তার দলকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই ভারতীয় দলকে জিতিয়েছিলেন। এরপর ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ জিতে ২৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটান। উল্লেখ্য ২০২৩ আইপিএল ট্রফি ধোনির হাতেই ওঠে।

২) হরভজন সিং (Harbhajan Singh):

প্রাক্তন ভারতীয় অফ স্পিনার হরভজন সিং তার সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন। ভারতীয় দলের হয়ে খেলার সময় ৫০ ওভারের বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। আইপিএলের কথা বললে, মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলার সময় তিনি আইপিএল শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন।

৩) যুবরাজ সিং (Yuvraj Singh):

ভারতের ‘কিংবদন্তি’ খেলোয়াড় যুবরাজ সিং, যিনি ২০১১ বিশ্বকাপের হিরো ছিলেন। এছাড়া ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতীয় দলকে ফাইনালে নিয়ে যান এবং চ্যাম্পিয়ন হন। তিনি আইপিএলে ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার সময় চ্যাম্পিয়ন হয়েছিলেন।

৪) গৌতম গম্ভীর (Gautam Gambhir):

প্রাক্তন ভারতীয় বাঁহাতি ওপেনার গৌতম গম্ভীর দুটি বিশ্বকাপ ফাইনাল ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে জয়ের জন্য বড় অবদান রেখেছিলেন। যদিও তিনি তার অবদান নিয়ে কখনোই প্রশংসিত হননি। এছাড়া আইপিএলে খেলার সময় তার নেতৃত্বে কেকেআর দল অপরতিরোধ্য হয়ে ওঠে এবং দু’বার আইপিএল শিরোপা পায়।

৫) ইউসুফ পাঠান (Yusuf Pathan): 

প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠানের ভাই ইউসুফ পাঠানও এই তালিকায় রয়েছেন। খুব কম মানুষই জানেন, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে তার অভিষেক হয়েছিল। যদিও তিনি ব্যর্থ হন ব্যাট হাতে। এরপর ২০১১ বিশ্বকাপেও ভারতীয় দলের অংশ ছিলেন। আর আইপিএলের কথা বললে, তিনি রাজস্থান ও কেকেআর দলের হয়ে শিরোপা জিতেছেন।

৬) পীযূষ চাওলা (Piyush Chawla):

প্রাক্তন ভারতীয় লেগ স্পিনার পীযূষ চাওলাও এই তালিকায় রয়েছেন। ভারত টি-টোয়েন্টি ও ৫০ ওভারের বিশ্বকাপ জিতলেও খুব কম ম্যাচেই সুযোগ পেয়েছেন তিনি। এছাড়া আইপিএলের কথা বললে তিনি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলার সময় চ্যাম্পিয়ন হয়েছিলেন।