মিডল অর্ডারের ৫ ব্যাটসম্যান, যারা ওপেন করার সুযোগ পেয়ে দুর্দান্ত সাফল্য পেয়েছেন

ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে বর্তমানের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত করা হয়। তবে তিনি জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন একজন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। সেই সময় তিনি তার দক্ষতাকে কখনই মেলে ধরতে পারেননি। তবে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিং করার সুযোগ পেয়ে তাকে আর কখনো পিছু ফিরে তাকাতে হয়নি। এরপর যা হয়েছিল তা বাকিটা ইতিহাস…

তবে ক্রিকেটের ইতিহাসে রোহিতের মতোই আরও কিছু খেলোয়াড় যারা মিডল অর্ডারে সুযোগ পেয়ে তেমন কোনো সাফল্য পাননি। তবে টিম ম্যানেজমেন্ট ও অধিনায়কের পরামর্শে ওপেনিং করার সুযোগ পেয়ে দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন। আজকের প্রতিবেদনে তাদের সম্পর্কে বিস্তারিত রইল:

৫) ব্রেন্ডন ম্যাককালাম:

Brendon Mccullum Odi Six - 1200x778 Wallpaper - teahub.io

নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকে নিম্নার্ধে ব্যাটিং করতেন। তিনি ৯নং ব্যাটিং পজিশন এর দুটি হাফ সেঞ্চুরি করেছেন। তবে ধারাবাহিকভাবে মিডল অর্ডারে খেলতে পারেননি। এরপর ওপেনিং এর সুযোগ পেয়ে আক্রমনাত্মক ব্যাটিং করতেন। এইসময় ১০৭টি ইনিংসে প্রায় ১০৮ স্ট্রাইক রেট নিয়ে ৩৩৬৩ রান করেন। যার মধ্যে ৫টি সেঞ্চুরি সেঞ্চুরি রয়েছে। তার সর্বোচ্চ ১৬৬ রান।

৪) বীরেন্দ্র শেহবাগ:

Virender Sehwag reveals secret behind his fearless batting! - Fankick

বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেহবাগ তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন একজন মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। এই সময়ে তিনি ৩৩টি ওডিআই ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুরি করেন। অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর পরামর্শে ওপেনিং করার সুযোগ পান। এরপর তাকে আর কখনোই পিছু ফিরে তাকাতে হয়নি। ওপেনিংয়ে তিনি ২১২টি ইনিংসে ৭৫০০ এরও বেশি রান করেন। যার মধ্যে ১৪টি সেঞ্চুরি ও ৩২টি হাফ সেঞ্চুরি রয়েছে। তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ২১৯ রান।

৩) তিলকরত্নে দিলশান:

2nd ODI: Tillakaratne Dilshan Ton Leads Sri Lanka to Win Over New Zealand | Cricket News

শ্রীলঙ্কা দলের প্রাক্তন ব্যাটসম্যান তিলকরত্নে দিলশানও এই তালিকায় রয়েছেন। তার সময়ে তিনি অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত হতেন। ২০০৯ টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তবে এই মিডল অর্ডারের ধুঁকতে থাকা ব্যাটসম্যান ১২৭টি ওয়ানডেতে মাত্র একটি সেঞ্চুরি করেন। এরপর ওপেনিং এর সুযোগ পেয়ে ১৭৬টি ইনিংসে ২১টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ১৬১ রান।

২) সনাথ জয়সুরিয়া:

Sanath Jayasuriya, former Sri Lanka captain, charged with two corruption breaches

শ্রীলঙ্কা দলের আরও এক কিংবদন্তি ক্রিকেটার সনাথ জয়সুরিয়া একজন স্পিনার ও মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। এই সময়ে তিনি ৫০টি ইনিংসে একটি হাফসেঞ্চুরি ছাড়া তেমন কোন উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি। এরপর টিম ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে তিনি ওপেনিংয়ে দায়িত্ব পেয়েছিলেন। এরপর তিনি ৩৮৩ ইনিংসে ৯২.৪৮ স্ট্রাইক রেট নিয়ে ১২,৫০০ এর বেশি রান করেন। যার মধ্যে রয়েছে দুর্দান্ত ২৮টি সেঞ্চুরি ও তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ১৮৯ রান।

১) রোহিত শর্মা:

Rohit Sharma receives Khel Ratna Award, India's highest sporting honour

মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেয়েছিলেন ‘হিটম্যান’ রোহিত শর্মা। ৯৮টি ইনিংসে তার ব্যাট থেকে মাত্র দুটি সেঞ্চুরি এসেছিল। দুর্বল পারফরমেন্সের কারণে তার দল থেকে বাদ যাওয়ার উপক্রম তৈরি হয়। কিন্তু তাকে রক্ষা করেন অধিনায়ক ধোনি। এই তরুণ খেলোয়াড়কে ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিংয়ে সুযোগ দিয়ে তার ক্যারিয়ার গড়ে দিয়েছিলেন। এরপর তিনি তিনটি ডাবল সেঞ্চুরি সহ ২৭টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ওয়ানডেতে তার সর্বোচ্চ ব্যক্তিগত ২৬৪ রানের ইনিংসটিও একটি বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে তিনি মোট এখনো পর্যন্ত ৩৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। বর্তমানে টেস্ট ক্রিকেটেও ওপেনার হিসেবে তার জুড়ি মেলা ভার।