কেবিসিতে ধোনি সম্পর্কিত এই প্রশ্নের উত্তর দিতে পারেনি সৌরভ-শেহবাগ, চেয়ে নেন হেল্পলাইন

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ও বীরেন্দ্র শেহবাগ সোনি টিভির বিখ্যাত রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৩ তম সিজনে বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন। দুই খেলোয়াড় শো চলাকালীন অমিতাভ বচ্চনের সাথে অনেক মজার গল্পগুজব করেন।

Sourav Ganguly, Virendra Sehwag answered this question to win Rs 25 lakh on KBC 13. Can you? - Television News

শো চলাকালীন তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়। তবে এর মধ্যে যখন মহেন্দ্র ধোনি সম্পর্কিত একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল তখন সেই প্রশ্নের উত্তর তাদের কাছে জানা ছিল না। তাই তারা হেল্পলাইন চেয়ে বসেন।

আসলে অমিতাভ বচ্চন সৌরভ ও শেহবাগকে ক্রিকেট সম্পর্কিত একটি প্রশ্ন জিজ্ঞেস করেন। তাতে বলা হয়েছিল, ‘ট্রাভিস ডাউলিনের উইকেট কোন প্রাক্তন ভারতীয় অধিনায়কের একমাত্র আন্তর্জাতিক উইকেট?’ 

When Sourav Ganguly turned host on KBC 13, Big B says now I know how contestants feel - Television News

এই প্রশ্নের চারটি অপশন ছিল — এমএস ধোনি, মোহাম্মদ আজহারউদ্দিন, সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়। কিন্তু এই প্রশ্নের উত্তরটি দুজনের মধ্যে কারোরই জানা ছিল না। অবশেষে তারা বিশেষজ্ঞদের সাহায্য নেন।

বিশেষজ্ঞ জানান, এর উত্তরে হবে মহেন্দ্র সিং ধোনি। প্রসঙ্গত, ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ট্র্যাভিস ডাউলিন খেলছিলেন। সেই সময়ে ধোনি উইকেট গ্লাভস ছেড়ে বোলিং করতে আসেন ও ট্র্যাভিস ডাউলিনের উইকেট তুলে নেন। ধোনির নামেই এটিই একমাত্র আন্তর্জাতিক উইকেট হয়। 

VIDEO | MS Dhoni castles Travis Dowlin with 'military medium' to claim first ODI wicket

এ প্রশ্নের উত্তর শোনার পরেও সৌরভ ও শেহবাগকে যথেষ্ট বিভ্রান্তিতে পড়তে হয়েছিল। তবে তারা দুজনেই আলাদা আলাদা উত্তর দেন। সৌরভ গাভাস্কারের নাম উল্লেখ করেন আর এদিকে শেহবাগ আজারুদ্দিনের নাম করেন। তখন তারা দুজনেই বলেছিলেন আমরা একে অপরের সাথে একমত নয়। শেষ পর্যন্ত তারা ৪টি হেল্পলাইন ব্যবহার করে তাদের ফাউন্ডেশনের জন্য ২৫ লক্ষ টাকা জেতেন।