৫ ভারতীয় ক্রিকেটার, যারা ওয়ানডেতে সর্বাধিক বার ‘ম্যান অব দ্যা সিরিজ’ হয়েছেন

ভারতীয় ক্রিকেটের কথা বললে গত দুই দশক ধরে প্রতিটি ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করে আসছেন খেলোয়াড়রা। তবে হাতেগোনা কয়েকজন খেলোয়াড় রয়েছেন যারা প্রতিটি ম্যাচেই দুরন্ত পারফরমেন্সের ধারা বজায় রেখে সর্বোচ্চ বার ‘ম্যান অব দ্যা সিরিজ’ হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।

👉 এবার সেই ৫ খেলোয়াড়ের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

৫) মহেন্দ্র সিং ধোনি: ৭ বার

Job of a finisher is one of the toughest: Mahendra Singh Dhoni

প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ক্যারিয়ারের শুরুর দিকে তার ব্যাটিংয়ে যথেষ্ট অবদান রেখেছিলেন। এই সময়ে তিনি ৩ নম্বরে ব্যাটিং করেতেন। এরপর নেতৃত্ব হাতে পেয়ে ভারতীয় দলকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। মহেন্দ্র সিং ধোনি ৩৫০ ওডিআই ম্যাচে ৮০টি সিরিজ খেলেছেন, যার মধ্যে ৭ বার ‘ম্যান অব দ্যা সিরিজ’ হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

৪) সৌরভ গাঙ্গুলী: ৭ বার

15 Facts About Sourav Ganguly That Will Shake Your Cricket Knowledge

সৌরভ গাঙ্গুলী তার ১৫ বছরের বর্ণময় ক্রিকেট ক্যারিয়ারে ভারতীয় দলের জন্য অসামান্য অবদান রেখেছিলেন। নেতৃত্বভার পেয়ে একটা ভাঙাচোরা দলকে এতটাই মজবুত করেন যেখানে বিদেশের মাটিতেও জয়ের পতাকা উড়েছিল। সৌরভ গাঙ্গুলী ৩১১ ওডিআই ম্যাচে ৭৫টি সিরিজ খেলেছেন, যার মধ্যে ৭ বার ‘ম্যান অব দ্যা সিরিজ’ হন।

৩) যুবরাজ সিং: ৭ বার

Yuvraj Singh scores 14th ODI century in 2nd ODI vs England at Cuttack - Cricket Country

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিখ্যাত অলরাউন্ডার যুবরাজ সিং এর অবদান কতটা রয়েছে, তা পরিমাপ করা কঠিন। দুটি বিশ্বকাপ জয়ের পেছনে সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনিই। যুবরাজ সিং ৩০৪ ওডিআই ম্যাচে ৭১টি সিরিজ খেলেছেন, যার মধ্যে ৭ বার ‘ম্যান অব দ্যা সিরিজ’-র খেতাব অর্জন করেন।

২) বিরাট কোহলি: ৯ বার

Kohli on track to emulate Tendulkar | cricket.com.au

গত দুই বছরেরও কাছাকাছি বিরাট কোহলির ব্যাট থেকে একটিও সেঞ্চুরি আসেনি। তবে ইতিমধ্যেই তিনি যা অর্জন করেছেন, তা এই অল্প সময়ে কারোর পক্ষেই সম্ভব নয়। বিরাট কোহলি এখনো পর্যন্ত ২৫৪ ওডিআই ম্যাচে ৬০টি সিরিজ খেলেছেন, যার মধ্যে ৯ বার ‘ম্যান অব দ্যা সিরিজ’-র পুরস্কার পেয়েছেন।

১) শচীন টেন্ডুলকার: ১৫ বার

Best All-time ODI XI with one cricketer from each country

“মাস্টার ব্লাস্টার” শচীন টেন্ডুলকার কেবল ভারতেই নয় সারা বিশ্বের এক নম্বর ক্রিকেটার। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি তার ব্যাটিংয়ে অতুলনীয় অবদান রেখেছেন। শচীন টেন্ডুলকার ৪৬৩ ওডিআই ম্যাচে ১০৮টি সিরিজ খেলেছেন, যার মধ্যে সর্বোচ্চ ১৫ বার ‘ম্যান অব দ্যা সিরিজ’-র খেতাব অর্জন করেন।