শাহরুখ-সালমান-আমির নয়, বলিউডকে সবথেকে বেশি হিট ছবি দিয়েছেন যে ৫ অভিনেতা

বলিউডেকে সর্বোচ্চ হিট ছবি উপহার দিয়েছেন যে পাঁচ অভিনেতা

তথাকথিতভাবে বলিউডের সেরা অভিনেতাদের তালিকায় শাহরুখ, সালমান ও আমির খান সবার শীর্ষে রয়েছেন। বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তারা। তবে বলিউডে সর্বাধিক হিট ছবি উপহার দেওয়া নায়কদের তালিকার দিকে তাকালে দেখা যাবে, সেখানে নাম নেই এই তিন খানেরই। বরং এই তালিকায় প্রথমে নাম রেখেছে বর্ষীয়ান সব অভিনেতাদের। এবার এক নজরে দেখে নিন।

ধর্মেন্দ্র (Dharmendra): বলিউডে প্রায় ছয় দশকের বেশি সময় কাটিয়ে ফেলেছেন। এই ৬০ বছরের ফিল্মি ক্যারিয়ারে ৩০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে মোট ৯৩ টি ছবি সুপারহিট হয়েছে। বালিপাড়ার নায়কদের মধ্যে সবচেয়ে বেশি সুপারহিট ছবি এখনো তার ঝুলিতেই রয়েছে।

জীতেন্দ্র (Jeetendra): এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জীতেন্দ্র। তিনি তার অভিনীত জীবনে মোট সর্বোচ্চ ২০৯টি ছবিতে কাজ করেছেন, যার মধ্যে ৬৯টি ছিল সুপারহিট। যদিও বর্তমানে তাকে আর সিনেমার পর্দায় দেখা যায় না।

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan): দীর্ঘ ৫০ বছরের ক্যরিয়ারে এখন পর্যন্ত ২০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন বিগ-বি। তার মধ্যে সুপারহিট ছবির সংখ্যা ৬৩টি। এখনও পর্যন্ত অভিনয় করে দর্শককে বিনোদনের জোগান দিয়ে চলেছেন তিনি।

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty): এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন এক বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী। ১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবিতে প্রথম দেখা যায় তাকে। এখন পর্যন্ত তিনি বলিউডে ৩৫০টি ছবিতে অভিনয় করেছেন। যার মধ্যে ৫৭টি হিট ছবি রয়েছে।

রাজেশ খান্না (Rajesh Khanna): বলিউডের প্রথম সুপারস্টার ছিলেন রাজেশ খান্না। সত্তর থেকে আশির দশকে পারিশ্রমিক-এর ভিত্তিতে অভিনেতাদের মধ্যে এগিয়ে ছিলেন রাজেশ। তিনি সর্বোচ্চ ১২৬টি ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে ৫৬টি ছবি বক্স অফিসে সুপারহিট হয়েছে।