ওডিআই ক্রিকেটে #১নং র‌্যাঙ্ক অর্জন করেছেন যে ৪ ভারতীয় ব্যাটসম্যান

যে ৪ ভারতীয় ব্যাটসম্যান ওয়ানডে খেলায় #১নং র‌্যাঙ্ক অর্জন করেছেন

Indian Batsmen : ভারতের বুকে এমন কিছু ব্যাটসম্যানের জন্ম হয়েছে, যারা ক্রিকেট বিশ্বে রাজত্ব করেছেন। ২০২৩ বিশ্বকাপে ভারতীয় ব্যাটসম্যানরা অসাধারণ ফর্মে রয়েছেন এবং টানা ৮টি ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করেছে। এখন ক্রিকেট ভক্তরা ভারতীয় দলের পারফর্ম দেখে আশায় বুক বেঁধেছে।

তবে এরই মধ্যে আইসিসি-র তরফে র‌্যাঙ্ক তালিকা প্রকাশ করা হয়েছে আর ওয়ানডে ক্রিকেটে ১নং ব্যাটসম্যান হয়েছেন ভারতীয় তরুণ ওপেনার শুভমান গিল। এবার দেখে নেয়া যাক আর কোন কোন ভারতীয় খেলোয়াড়রা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষ র‌্যাঙ্ক অর্জন করেছিলেন।

৪) শুভমান গিল (Shubman Gill): ভারতের সবচেয়ে কম বয়সী (২৪) খেলোয়াড় হিসেবে শুভমন গিল আইসিসির ওডিআই র‌্যাঙ্কিং অনুযায়ী ১নং ব্যাটসম্যান হয়েছেন। এক্ষেত্রে তিনি পিছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারকে (২৫)। শ্রীলঙ্কার বিপক্ষে গিলের ব্যাট থেকে ৯২ রানের একটি দুর্দান্ত ইনিংস এসেছিল।

৩) বিরাট কোহলি (Virat Kohli): ২০১৩ সাল থেকে বিরাট কোহলি একটানা ১২৫৮ দিন ১নং র‌্যাঙ্ক ধরে রাখার রেকর্ড করেছেন। চলতি বিশ্বকাপে অসাধারণ ফর্মে রয়েছেন তিনি এবং ৪নং র‌্যাঙ্ক এ উঠে এসেছেন। ২০২৩ বিশ্বকাপে দুটি সেঞ্চুরি হাঁকিয়ে এ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান হয়েছেন।

২) মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni): দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ২০১০ সালে ওয়ানডে ক্রিকেটে ১নং র‌্যাঙ্ক অর্জন করেন মহেন্দ্র সিং ধোনি। এই প্রাক্তন অধিনায়ক তার ক্যারিয়ারে প্রথম ৩৮টি ইনিংস খেলে দ্রুততম এই কৃতিত্ব অর্জন করেন। ধোনিও একটানা ৭০৮ দিন ১নং র‌্যাঙ্ক ধরে রেখেছিলেন।

১) শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar): ‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকার ১৯৯৬ সালে প্রথমবারের মতো আইসিসি র‌্যাঙ্কিংয়ের তালিকায় ১নং ব্যাটসম্যান হয়েছিলেন। ২০০৮ সালে ফের এই কৃতিত্ব অর্জন করেন। সম্প্রতি শচীনের ওয়ানডে ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন বিরাট কোহলি।