প্রশ্ন : ১৫ই আগস্ট শুধু ভারতের স্বাধীনতা দিবস নয়, আর কোন কোন দেশের জানেন?

ভারত ছাড়াও আর যে দেশগুলি স্বাধীনতা দিবস পালন করে ১৫ ই আগস্ট

General Knowledge Quiz : জেনারেল নলেজ হল বিশাল বড় একটা বিষয়, এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সও যুক্ত থাকে। তাই বাড়িতে পড়ার পাশাপাশি প্রতিনিয়ত সেগুলিকে মাঝে মাঝেই ঝালিয়ে নেওয়ার অভ্যেস রাখা অত্যন্ত লাভজনক হতে পারে। আজকের প্রতিবেদনে তেমনি কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে জেনে নেওয়া যাক।

১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্য মসলা উৎপাদনের জন্য বিখ্যাত?
উত্তরঃ কেরালা।

২) প্রশ্নঃ মানুষের রক্ত কত দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়?
উত্তরঃ ৩৫ দিন পর্যন্ত।

৩) প্রশ্নঃ কোন শহরকে নবাবদের শহর বলা হয়?
উত্তরঃ মুম্বাইকে।

৪) প্রশ্নঃ কোন ফল খেলে শারীরিক দুর্বলতা দ্রুত দূর হয়?
উত্তরঃ খেজুর।

৫) প্রশ্নঃ চারমিনার ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে।

৬) প্রশ্নঃ ভারতীয় সংবিধানে মোট কয়টি ভাষা আছে?
উত্তরঃ ২২টি।

৭) প্রশ্নঃ আজ পর্যন্ত কোন প্রাণী সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছে?
উত্তরঃ মশা।

৮) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সর্বাধিক অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে?
উত্তরঃ গুজরাটে (৯টি)।

Image

৯) প্রশ্নঃ কোলগেট কোন দেশের কোম্পানি?
উত্তরঃ আমেরিকা।

১০) প্রশ্নঃ কোন সাপ পাখির মত বাসার মধ্যে থাকে?
উত্তরঃ কিং কোবরা।

১১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক গ্রাম রয়েছে?
উত্তরঃ উত্তর প্রদেশ।

১২) প্রশ্নঃ ভারতের জাতীয় সংগীত প্রথম কবে গাওয়া হয়েছিল? 
উত্তরঃ ১৯১১ সালে কলকাতায়।

১৩) প্রশ্নঃ আমাদের হার্ট দুর্বল হলে সারাদেহে কি পৌঁছায় না?
উত্তরঃ রক্ত।

১৪) প্রশ্নঃ ভারতের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা কোনটি?
উত্তরঃ হিন্দি।

১৫) প্রশ্নঃ ১৫ই আগস্ট শুধু ভারতের স্বাধীনতা দিবস নয়, আর কোন কোন দেশের জানেন?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া, কঙ্গো, লিচটেনস্টাইন ও বাহরিন।