GK কুইজ : জানেন ভারতের কোন সংস্থায় ১২ লক্ষ কর্মী চাকরি করছেন?

বিশ্বের সর্বাধিক কর্মী নিযুক্ত রয়েছেন এই কই সংস্থায়, জানেন তার নাম?

General Knowledge Quiz: আপনি যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের উত্তরগুলো জেনে রাখা ভীষণ প্রয়োজন। আসলে লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই এই ধরনের প্রশ্নগুলি বেশি আসে। এছাড়া অনেকে এর মাধ্যমে তাদের নলেজের ভান্ডার বৃদ্ধি করে। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো…

১) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? 
উত্তরঃ ভুটান।

২) প্রশ্নঃ হীরে বা সোনার ভর মাপতে যে একক ব্যবহৃত হয় তার নাম?
উত্তরঃ ক্যারেট।

৩) প্রশ্নঃ রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহৃত হয়?
উত্তরঃ লিকুইড হাইড্রোজেন।

৪) প্রশ্নঃ বিধবা বিবাহ আইন পাস হয়েছিল কবে?
উত্তরঃ ১৮৫৬ সালের ২৬ শে জুলাই।

৫) প্রশ্নঃ ‘বাংলার মুকুটহীন রাজা’ কাকে বলা হয়?
উত্তরঃ সুরেন্দ্রনাথ ব্যানার্জি কে।

৬) প্রশ্নঃ গঙ্গা নদীর (Ganges) উৎপত্তিস্থল ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ উত্তরাখণ্ড।

৭) প্রশ্নঃ National Geographical Research Institute কোথায় অবস্থিত ?
উত্তরঃ হায়দ্রাবাদ।

৮) প্রশ্নঃ মুম্বই এবং দিল্লির মধ্যে কততম জাতীয় সড়ক যোগাযোগ রক্ষা করে ?
উত্তরঃ ৮ নম্বর জাতীয় সড়ক।

৯) প্রশ্নঃ আরাবল্লী পর্বত থেকে কোন্ নদী উৎপত্তি হয়েছে?
উত্তরঃ সবরমতী।

১০) প্রশ্নঃ ‘ইয়ামাহা’ (Yamaha) কোন দেশের বাইক সংস্থা?
উত্তরঃ জাপান।

Image

১১) প্রশ্নঃ ভারতের জাতীয় পতাকার নকশা কে করেছিলেন?
উত্তরঃ পিঙ্গালি ভেঙ্কাইয়া (Pingali Venkaiah)।

১২) প্রশ্নঃ উত্তর মেরুতে বরফের তৈরি ঘরগুলি কে কি বলা হয়?
উত্তরঃ ইগলু।

১৩) প্রশ্নঃ বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত আছে?
উত্তরঃ ৫টি।

১৪) প্রশ্নঃ ভারতের কোন মুভিটি ৯২টি পুরস্কার জিতে গিনিসবুকে রেকর্ড করেছে?
উত্তরঃ হৃত্বিক রোশন অভিনীত ‘কাহো না… পেয়ার হ্যায়’ (Kaho Naa… Pyaar Hai) মুভি।

১৫) প্রশ্নঃ জানেন ভারতের কোন সংস্থায় ১২ লক্ষ কর্মী চাকরি করছেন?
উত্তরঃ ভারতীয় রেলে প্রায় ১২ লক্ষ কর্মী নিযুক্ত রয়েছেন, যা বিশ্বের সর্বাধিক।